
svmiin, shibu & breezy (bgd) - sokhi go كلمات أغنية
[verse 1: svmiin]
আমার আপন নেই যে কেউ ভাসি যে ভাবনায়
তোমার রূপের শেষ টুকরো আজও যে মুছে যায়
এই উদাসীন আভায় সে এখানে আবার স্বপ্ন দেখায়
মিথ্যে আয়নার এপার_ওপার, এপার_ওপার
[chorus: svmiin]
সখী গো, মনের কোণে কে রাখে তোমায়?
সখী গো, এক নজরে চিনেছি তোমায়
সখী গো, ভুলে যাবো স্মৃতি এ জ্বালায়
সখী গো, ও সখী গো
হায় রে হায় হায়
হায় রে হায় হায়
না রে না, ও_ও_ও
হায় রে হায় হায়
হায় রে হায় হায়
না রে না, ও_ও_ও
[verse 2: shibu]
কে দিয়েছে এই অনুভূতি?
সবই দেখো না, আমাকে বুঝো না তুমি
অকারণেই কিছু হলেই রাগ আর
সখী, এক পলকে তুমি কি করে উধাও সখী?
এক সুযোগে যদি সব নিয়ে কাঁদাও সখী
মনটা ভেঙে দাও এভাবে আমার
সখী, না রে না
[chorus: svmiin]
সখী গো, মনের কোণে কে রাখে তোমায়?
সখী গো, এক নজরে চিনেছি তোমায়
সখী গো, ভুলে যাবো স্মৃতি এ জ্বালায়
সখী গো, ও সখী গো
হায় রে হায় হায়
হায় রে হায় হায়
না রে না, ও_ও_ও
হায় রে হায় হায়
হায় রে হায় হায়
না রে না, ও_ও_ও
كلمات أغنية عشوائية
- mrseyoakaoni - testa alta كلمات أغنية
- cinema staff - drama كلمات أغنية
- nejma nefertiti - chopped cheese كلمات أغنية
- carl lorusso jr. - empty rooms كلمات أغنية
- summrs - start striking كلمات أغنية
- bel (middle child indie rock) - delilah كلمات أغنية
- str burst - mistakes كلمات أغنية
- solomon fesshaye - invisible hand كلمات أغنية
- uglyboy (rus) - пуси пауэр рейнджер (pussy power ranger) كلمات أغنية
- rhyme so - deep in vogue كلمات أغنية