susmita patra - bhalobeshe jodi sukh nahi كلمات الأغنية
Loading...
ভালোবেসে যদি সুখ নাহি
তবে কেন,
তবে কেন মিছে ভালোবাসা।
মন দিয়ে মন পেতে চাহি।
ওগো কেন,
ওগো কেন মিছে এ দুরাশা।
হৃদয়ে জ্বালায়ে বাসনার শিখা,
নয়নে সাজায়ে মায়া-মরীচিকা,
শুধু ঘুরে মরি মরুভূমে।
ওগো কেন,
ওগো কেন মিছে এ পিপাসা।
আপনি যে আছে আপনার কাছে,
নিখিল জগতে কী অভাব আছে।
আছে মন্দ সমীরণ, পুষ্পবিভূষণ,
কোকিল-কূজিত কুঞ্জ।
বিশ্বচরাচর লুপ্ত হয়ে যায়,
এ কী ঘোর প্রেম অন্ধ রাহুপ্রায়
জীবন যৌবন গ্রাসে।
তবে কেন,
তবে কেন মিছে এ কুয়াশা।
كلمات أغنية عشوائية
- lil 9ine6ix - i shit in a urinal (remix) ft. chorfl snort & dunkin كلمات الأغنية
- blckbrd. - puke كلمات الأغنية
- t1 wema1 - get mani كلمات الأغنية
- barry adamson - they walk among us كلمات الأغنية
- seaning - you don't know me كلمات الأغنية
- rbb bad bars - infake vs riley (1/4 финала) كلمات الأغنية
- bgmfk - tupac كلمات الأغنية
- los fabulosos cadillacs - no era para vos كلمات الأغنية
- pillz - stargazing كلمات الأغنية
- post death soundtrack - little alice كلمات الأغنية