
susmita bhattacharya - aakash jure shuninu-susmita كلمات أغنية
Loading...
আকাশ জুড়ে শুনিনু ওই বাজে
তোমারি নাম সকল তারার মাঝে ॥
সে নামখানি নেমে এল ভুঁয়ে,
কখন আমার ললাট দিল ছুঁয়ে,
শান্তিধারায় বেদন গেল ধুয়ে—
আপন আমার আপনি মরে লাজে ॥
মন মিলে যায় আজ ওই নীরব রাতে
তারায়-ভরা ওই গগনের সাথে।
অমনি করে আমার এ হৃদয়
তোমার নামে হোক-না নামময়,
আঁধারে মোর তোমার আলোর জয়
গভীর হয়ে থাক্ জীবনের কাজে ॥
كلمات أغنية عشوائية
- justin bieber & dijon - devotion كلمات أغنية
- the passions - i feel cheap كلمات أغنية
- zuri (d3fect1ve records) - 迷路の街 (meiro no machi) كلمات أغنية
- sasha's dying - meet ur maker كلمات أغنية
- fvckyen - do me bad كلمات أغنية
- aura davis - gone away كلمات أغنية
- the kinks - days (live at the royal albert hall, 1993) كلمات أغنية
- caliyon - bang كلمات أغنية
- andriana g - melodrama كلمات أغنية
- lurrie bell - blues in my soul كلمات أغنية