
surojit chatterjee - prem jane na كلمات أغنية
প্রেম জানে না
প্রেম জানে না রসিক কালাচাঁদ
কালা জুইড়া থাকে মন
কত দিনে বন্ধুর সনে হবে দরিশন, কালা রে
আরে, প্রেম জানে না রসিক কালাচাঁদ
কালা জুইড়া থাকে মন
কত দিনে বন্ধুর সনে হবে দরিশন, কালা রে
আরে, কত দিনে বন্ধুর সনে হবে দরিশন, কালা রে
ও কলা রে, নদীর ওপার তোমার বাড়ি
যাওয়া_আসা অনেক দেরি
যাবো কি রবো, কি সদাই করি মানা
হেঁইটা যেতে নদী পানি খাকলুম কি খোকলুম
কি খালাও খালাও করে রে
খালাও খালাও করে রে
হায় হায় প্রাণের কালা রে
আরে, প্রেম জানে না
প্রেম জানে না রসিক কালাচাঁদ
কালা জুইড়া থাকে মন
কত দিনে বন্ধুর সনে হবে দরিশন, কালা রে
আরে, কত দিনে বন্ধুর সনে হবে দরিশন, কালা রে
ও কালা রে
একলা ঘরে শুইয়া থাকুম
পালঙ্ক উপরে মন মন বিলবিল বিলবিল করে
পরদ ঘুরতে মরার পালঙ্ক ক্যাররাত কি কররাত
কি ক্যারাও ক্যারাও করে রে
ক্যারাও ক্যারাও করে রে
হায় হায় প্রাণের কালা রে
প্রেম জানে না
প্রেম জানে না রসিক কালাচাঁদ
কালা জুইড়া থাকে মন
কত দিনে বন্ধুর সনে হবে দরিশন, কালা রে
আরে, কত দিনে বন্ধুর সনে হবে দরিশন, কালা রে
ও কালা রে
তোমার আশায় বসিয়া থাকুম বটবৃক্ষের তলে
তোমার আশায় বসিয়া থাকুম বটবৃক্ষের তলে
ও মন ইরাম বাইরাম করে
ভাদর মাসে দেওয়ার ঝড়ি টপ্পাস কি টুপ্পুস
কি ঝমঝমিয়ে পড়ে রে
ঝমঝমিয়ে পড়ে রে
হায় হায় প্রাণের কালা রে
আরে, প্রেম জানে না
প্রেম জানে না রসিক কালাচাঁদ
কালা জুইড়া থাকে মন
কত দিনে বন্ধুর সনে হবে দরিশন, কালা রে
আরে, কত দিনে বন্ধুর সনে হবে দরিশন, কালা রে
কত দিনে বন্ধুর সনে হবে দরিশন, কালা রে
كلمات أغنية عشوائية
- eddie the kidd, bentley robles - body language كلمات أغنية
- fyter - rockaway cottage كلمات أغنية
- kasper spez - længere ud كلمات أغنية
- wolfthorn & sin1nen - adidas and dior كلمات أغنية
- zedemi - crv كلمات أغنية
- domeno (can), tyler shaw & petitom - afterglow (version française) كلمات أغنية
- rockin' squat - flashback periguso [remix] كلمات أغنية
- mike oxlong - cb كلمات أغنية
- lee dlugosz - paranoia كلمات أغنية
- infinit1 - lamez كلمات أغنية