
surojit chatterjee - jibon rey كلمات أغنية
ছাড়িয়া যাস না, ছাড়িয়া যাস না, ছাড়িয়া যাস না
ওরে ও তুই ছাড়িয়া যাস না রে, জীবন রে
ছাড়িয়া যাস না, ছাড়িয়া যাস না, ছাড়িয়া যাস না
ওরে ও তুই ছাড়িয়া যাস না রে, জীবন রে
জীবন রে, ও জীবন, ছাড়িয়া না যাস মোরে
তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবি কায়, জীবন রে
তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবি কায়, জীবন রে
ছাড়িয়া যাস না রে, জীবন রে
জীবন রে, ও জীবন, ছাড়িয়া না যাস মোরে
তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবি কায়, জীবন রে
তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবি কায়, জীবন রে
ছাড়িয়া যাস না রে, জীবন রে
কচু পাতায় পানি যেমন রে
কচু পাতায় পানি যেমন রে
ও জীবন টলমল টলমল করে
সেই মত মানুষের দেহ কখন ঝরিয়া পড়ে
জীবন রে, ও জীবন, ছাড়িয়া না যাস মোরে
তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবি কায়, জীবন রে
ছাড়িয়া যাস না রে, জীবন রে
তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবি কায়, জীবন রে
ছাড়িয়া যাস না রে, জীবন রে
ভাই বলো, ভাতিজা বলো রে
জীবন রে…
ভাই বলো, ভাতিজা বলো রে
ও জীবন সম্পত্তির লাগি
আগে করবে ভাগ_বাটেরা
পিছে করবে গতি
জীবন রে, ও জীবন, ছাড়িয়া না যাস মোরে
তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবি কায়, জীবন রে
মায়ের কান্দন আউলা_থাউলা রে
ও জীবন রে…
মায়ের কান্দন আউলা_থাউলা রে
ও জীবন বইনের কাইন্দন সাধ
ভাইয়ের রজনী কান্দে দেশের আচার
জীবন রে, ও জীবন, ছাড়িয়া না যাস মোরে
তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবি কায়, জীবন রে
তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবি কায়, জীবন রে
তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবি কায়, জীবন রে
তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবি কায়, জীবন রে
তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবি কায়, জীবন রে
ছাড়িয়া যাস না, ছাড়িয়া যাস না, ছাড়িয়া যাস না
ওরে ও তুই ছাড়িয়া যাস না রে, জীবন রে
كلمات أغنية عشوائية
- aqtaii - topunuzun bacısını كلمات أغنية
- buscabulla - manda fuego كلمات أغنية
- harvey andrews - the otter song كلمات أغنية
- tom ricci - harder when you doubt كلمات أغنية
- belizbeha - turn around كلمات أغنية
- gerardo ortíz - creí كلمات أغنية
- parsalip - to boodi كلمات أغنية
- trillzjay - big chop كلمات أغنية
- shao dow - nani 何 كلمات أغنية
- ubiquitous synergy seeker - mavericks كلمات أغنية