
surojit chatterjee - dildoriar majhey كلمات أغنية

দিলদরিয়ার মাঝে কত
উঠছে আজব কারখানা
দিলদরিয়ার মাঝে কত
উঠছে আজব কারখানা
ডুবলে পড়ে রত্ন পাবি
ডুবলে পড়ে রত্ন পাবি
ভাসলে পরে পাবি না
দিলদরিয়ার মাঝে কত
উঠছে আজব কারখানা
দিলদরিয়ার মাঝে কত
মাঝে মাঝে জাহাজ গেছে
ছয় জনা তাই দাঁড় ফেলিছে
মাঝে মাঝে জাহাজ গেছে
ছয় জনা তাই দাঁড় ফেলিছে
দশ জনা তাই গুণ টানিছে
দশ জনা তাই গুণ টানিছে
হল ধরেছে একজনা
দিলদরিয়ার মাঝে কত
উঠছে আজব কারখানা
দিলদরিয়ার মাঝে কত
দিলের মধ্যে বাগান আছে
নানান জাতি ফুল ফুটেছে
সৌরভে জগত মেতেছে
আমার নেশা মাতলো না
দিলের মধ্যে বাগান আছে
নানান জাতি ফুল ফুটেছে
সৌরভে জগত মেতেছে
আমার নেশা মাতলো না রে
আমার নেশা মাতলো না
দিলের মধ্যে কমল আছে
দিলের মধ্যে কমল আছে
দিলের মধ্যে কমল আছে
ব্রহ্মা_বিষ্ণু_শিব রয়েছে
দিলের মধ্যে কমল আছে
ব্রহ্মা_বিষ্ণু_শিব রয়েছে
এক_তিনে যে এক করেছে
এক_তিনে যে এক করেছে
করছে গুরুর সাধনা
দিলদরিয়ার মাঝে কত
উঠছে আজব কারখানা
ডুবলে পড়ে রত্ন পাবি
ডুবলে পড়ে রত্ন পাবি
ভাসলে পরে পাবি না
দিলদরিয়ার মাঝে
দিলদরিয়ার মাঝে
দিলদরিয়ার…
ডুবলে পড়ে রত্ন পাবি
ডুবলে পরে
ডুবলে পরে রত্ন পাবি
ভাসলে পরে পাবি না
দিলদরিয়ার মাঝে কত
উঠছে আজব কারখানা
দিলদরিয়ার মাঝে কত
উঠছে আজব কারখানা
দিলদরিয়ার মাঝে কত
كلمات أغنية عشوائية
- gemini the alchemist - breaking strongholds كلمات أغنية
- fiji blaina - nightmare كلمات أغنية
- martin castillo & aldo trujillo - soy el 3 كلمات أغنية
- category 7 - through pink eyes كلمات أغنية
- mikado (jpn) - she wanna real* كلمات أغنية
- oil shprot - доллар (dollar) كلمات أغنية
- $waggot - orbit (sadfem remix) كلمات أغنية
- 6arelyhuman - in ha mood [flip] كلمات أغنية
- naeem hazarvi - nikka jeya dhola كلمات أغنية
- skilla baby - body bangin كلمات أغنية