kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

surajeet chatterjee - bhromor كلمات الأغنية

Loading...

শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে আমার অঙ্গ যায় জ্বলিয়া রে,
ভ্রমর কইয়ো গিয়া ।।

ভ্রমর রে,
কইয়ো কইয়ো কইয়োরে ভ্রমর,
কৃষ্ণরে বুঝাইয়া
কইয়ো কইয়ো কইয়োরে ভ্রমর,
কৃষ্ণরে বুঝাইয়া
মুই রাধা মইরা যাইমু কৃষ্ণ হারা হইয়ারে,
ভ্রমর কইয়ো গিয়া।।
ভাইবে রাধারমণ বলে শোনরে কালিয়া

ভাইবে রাধারমণ বলে শোনরে কালিয়া
নিভা ছিলো মনের আগুন
কি দিলা জ্বালাইয়ারে, ভ্রমর কইয়ো গিয়া।।

ভ্রমর কইয়ো গিয়া,
শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়া রে,
ভ্রমর কইয়ো গিয়া ।।

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...