supriyo maitra & paromita ghosh - akash jure shuninu كلمات الأغنية
Loading...
আকাশ জুড়ে শুনিনু ওই বাজে
তোমারি নাম সকল তারার মাঝে ॥
সে নামখানি নেমে এল ভুঁয়ে,
কখন আমার ললাট দিল ছুঁয়ে,
শান্তিধারায় বেদন গেল ধুয়ে—
আপন আমার আপনি মরে লাজে ॥
মন মিলে যায় আজ ওই নীরব রাতে
তারায়-ভরা ওই গগনের সাথে।
অমনি করে আমার এ হৃদয়
তোমার নামে হোক-না নামময়,
আঁধারে মোর তোমার আলোর জয়
গভীর হয়ে থাক্ জীবনের কাজে ॥
كلمات أغنية عشوائية
- venetian princess - snooki song كلمات الأغنية
- hopsin - still got love for you كلمات الأغنية
- ramzi - alone كلمات الأغنية
- anne murray - i'm gonna sit right down and write myself a letter كلمات الأغنية
- anne murray - in the garden كلمات الأغنية
- anne murray - if you see my savior كلمات الأغنية
- anne murray - it is no secret كلمات الأغنية
- anne murray - just to feel this love from you كلمات الأغنية
- anne murray - it's all i can do كلمات الأغنية
- irving - i can't fall in love كلمات الأغنية