sumon - brishti كلمات الأغنية
দেখো কালো মেঘের ঘনঘটা
আকাশ জুড়ে নেই জোছনা
ফিরে যাও তোমার ঐ ঘরে
নামবে বৃষ্টি একটু পরে
যাবো নতুন পথে
জানি নি আমার
নেই কোন ঘর যে এখন আর
জানি ভিজে যাবো
বৃষ্টির ধারায়
জানি হয়তো বা রবো বাকি আছে যা
নামুক না বৃষ্টি এই পৃথিবীতে
ভিজে যাক না সবকিছুই
আমাদের গানে
হারিয়ে যাক না
স্মৃতি সব পিছুটানের
দেখতে চাই না আর পেছনে
দেখতে চাই না আর পেছনে
সময় হারায়
কোন শূন্যতায়
আকাশ ভেঙে যে বৃষ্টি নামে না
বসে থাকি কীসের মায়ায়
জানি যাবো হারিয়ে মোরা
হয় তো এখনো আসে নি সময়
হয় তো এখনো আছে কিছু স্বপ্ন
হয় তো এই বৃষ্টি নামবে কখনো
হয় তো একদিন থাকবে আগের মত
না নামুক এই বৃষ্টি
এই পৃথিবীতে
না ভিজুক সবকিছুই আমাদের গানে
না ভোলা সব স্মৃতি পিছুটানের
থাকুক সবকিছুই যেমন ছিল আগে
না নামুক এই বৃষ্টি
এই পৃথিবীতে
না ভিজুক সবকিছুই আমাদের গানে
না ভোলা সব স্মৃতি পিছুটানের
থাকুক সবকিছুই যেমন ছিল আগে
যেমন ছিল আগে
كلمات أغنية عشوائية
- fejo (in) - karayunnathu enthina كلمات الأغنية
- scott wheeler - holy thursday كلمات الأغنية
- razoren - еще прошлой зимой (last winter) كلمات الأغنية
- sebastianismos - fudeu كلمات الأغنية
- betamax sluts - freeze dried soft drive كلمات الأغنية
- nimmo - do i have to learn it? كلمات الأغنية
- spookyli - hentai girls gone wild كلمات الأغنية
- mohand baha - conclusion كلمات الأغنية
- danilo dunas - o barulho que ela faz كلمات الأغنية
- romano/emersxxn - meus bro's كلمات الأغنية