
sumon - brishti كلمات أغنية
দেখো কালো মেঘের ঘনঘটা
আকাশ জুড়ে নেই জোছনা
ফিরে যাও তোমার ঐ ঘরে
নামবে বৃষ্টি একটু পরে
যাবো নতুন পথে
জানি নি আমার
নেই কোন ঘর যে এখন আর
জানি ভিজে যাবো
বৃষ্টির ধারায়
জানি হয়তো বা রবো বাকি আছে যা
নামুক না বৃষ্টি এই পৃথিবীতে
ভিজে যাক না সবকিছুই
আমাদের গানে
হারিয়ে যাক না
স্মৃতি সব পিছুটানের
দেখতে চাই না আর পেছনে
দেখতে চাই না আর পেছনে
সময় হারায়
কোন শূন্যতায়
আকাশ ভেঙে যে বৃষ্টি নামে না
বসে থাকি কীসের মায়ায়
জানি যাবো হারিয়ে মোরা
হয় তো এখনো আসে নি সময়
হয় তো এখনো আছে কিছু স্বপ্ন
হয় তো এই বৃষ্টি নামবে কখনো
হয় তো একদিন থাকবে আগের মত
না নামুক এই বৃষ্টি
এই পৃথিবীতে
না ভিজুক সবকিছুই আমাদের গানে
না ভোলা সব স্মৃতি পিছুটানের
থাকুক সবকিছুই যেমন ছিল আগে
না নামুক এই বৃষ্টি
এই পৃথিবীতে
না ভিজুক সবকিছুই আমাদের গানে
না ভোলা সব স্মৃতি পিছুটানের
থাকুক সবকিছুই যেমন ছিল আগে
যেমন ছিল আগে
كلمات أغنية عشوائية
- albert collins - all about my girl كلمات أغنية
- albert collins - baby what you want me ti dorock me baby كلمات أغنية
- albert collins - bending like a willow tree كلمات أغنية
- albert collins - blue monday hangover كلمات أغنية
- albert collins - brick كلمات أغنية
- albert collins - broke كلمات أغنية
- albert collins - but i was cool كلمات أغنية
- albert collins - cash talkin' (the workingman's blues) كلمات أغنية
- albert collins - cold, cold feeling كلمات أغنية
- albert collins - conversation with collins كلمات أغنية