suman chatterjee - amar mon mane na dinrajani كلمات الأغنية
Loading...
আমার মন মানে না দিনরজনী
আমি কী কথা স্মরিয়া এ তনু ভরিয়া পুলক রাখিতে নারি
ওগো, কী ভাবিয়া মনে এ দুটি নয়নে উথলে নয়নবারি–
ওগো সজনি
সে সুধাবচন, সে সুখপরশ, অঙ্গে বাজিছে বাঁশি
তাই শুনিয়া শুনিয়া আপনার মনে হৃদয় হয় উদাসী–
কেন না জানি
ওগো, বাতাসে কী কথা ভেসে চলে আসে, আকাশে কী মুখ জাগে।
ওগো, বনমর্মরে নদীনির্ঝরে কী মধুর সুর লাগে।
ফুলের গন্ধ বন্ধুর মতো জড়ায়ে ধরিছে গলে–
আমি এ কথা, এ ব্যথা, সুখব্যাকুলতা কাহার চরণতলে দিব নিছনি
كلمات أغنية عشوائية
- the malefactors [ire] - blissfully innocent كلمات الأغنية
- pranay - right now كلمات الأغنية
- dinah shore - button up your overcoat كلمات الأغنية
- the guide - information كلمات الأغنية
- stepan/stepan true mc - the punisher كلمات الأغنية
- silas kaye - pool party كلمات الأغنية
- johno & swoope - work real hard كلمات الأغنية
- takizava & yaux - the peoples jester كلمات الأغنية
- elle limebear - rest on us كلمات الأغنية
- massimo savić - the war is coming كلمات الأغنية