kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

sujit mustafa - nodir majhi bole كلمات الأغنية

Loading...

নদীর মাঝি বলে এসো নবীন
মাঠের কবি বলে এসো নবীন
দেখেছি দূরে ওই সোনালী দিন

পেয়েছি সাগরের মাতাল ঘ্রাণ
শুনেছি ফসলের ঐকতান
জেগেছে বন্দরে এবার প্রাণ (ব্যাথাবিহীন)

এবার খুলে দাও সকল পাল
দুহাতে তুলে নাও কঠিন হাল
সমুখে সুন্দর আগামীকাল (ব্যাথাবিহীন)

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...