subir sen - eto sur ar eto gaan كلمات الأغنية
Loading...
এত সুর আর এত গান
যদি কোনোদিন থেমে যায়
সেইদিন তুমিও তো ওগো
জানি ভুলে যাবে যে আমায়
এত সুর আর এত গান
কতদিন আর এ জীবন?
কত আর এ মধু লগন?
কতদিন আর এ জীবন?
কত আর এ মধু লগন?
তবুও তো পেয়েছি তোমায়
তবুও তো পেয়েছি তোমায়
জানি ভুলে যাবে যে আমায়
এত সুর আর এত গান
আমি তো গেয়েছি সেই গান
যে গানে দিয়েছি এ প্রাণ
আমি তো গেয়েছি সেই গান
যে গানে দিয়েছি এ প্রাণ
ক্ষতি নেই আজ কিছু আর
ভুলেছি যতকিছু তার
এ জীবনে সবই যে হারায়
এ জীবনে সবই যে হারায়
জানি ভুলে যাবে যে আমায়
এত সুর আর এত গান
যদি কোনোদিন থেমে যায়
সেইদিন তুমিও তো ওগো
জানি ভুলে যাবে যে আমায়
এত সুর আর এত গান
report a problem
كلمات أغنية عشوائية
- the surfaris - boss barracuda كلمات الأغنية
- klemens - ty raperem już nie jesteś كلمات الأغنية
- dj cameo & paperbwoy - who's dat? كلمات الأغنية
- murph watkins - pharaoh كلمات الأغنية
- king promise - letter كلمات الأغنية
- czaszka csa - kwestia doświadczenia كلمات الأغنية
- apink - no no no كلمات الأغنية
- gat$ - everything on tv كلمات الأغنية
- joker - i think you should know كلمات الأغنية
- placebo - too many friends (mtv unplugged) كلمات الأغنية