
subir nondi - koto din dekhini tomay كلمات أغنية
Loading...
কতদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি
স্মৃতির মুকুরে মম আজ
তবু ছায়া পড়ে রানী
কতদিন দেখিনি তোমায়
কত দিন তুমি নাই কাছে,
তবু হৃদয়ের তৃষা জেগে আছে
প্রিয় যবে দূরে চলে যায়
সে যে আরও প্রিয় হয় জানি
কতদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি
হয়ত তোমার দেশে আজ
এসেছে মাধবী রাতি
তুমি জোছনায় জাগিছো নিশি
সাথে লয়ে নতুন সাথী
হেথা মোর দীপ নেভা রাতে
নিদ নাহি দুটি আঁখি পাতে
প্রেম সে যে মরিচীকা হায়
এ জীবনে এই শুধু মানি
কতদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি
স্মৃতির মুকুরে মম আজ
তবু ছায়া পড়ে রানী
কতদিন দেখিনি তোমায…
كلمات أغنية عشوائية
- tankard - alcohol (in album chemical invasion) كلمات أغنية
- tourniquet - when the love is right كلمات أغنية
- tourniquet - once apon a december كلمات أغنية
- touch total - vlieg met me mee كلمات أغنية
- touch total - i'll say goodbye كلمات أغنية
- touch total - for this moment only كلمات أغنية
- tanita tikaram - twist in my sobriety (tikaramp radio) كلمات أغنية
- tanita tikaram - twist in my sobriety (tikaramp radio remix) كلمات أغنية
- tanita tikaram - the cappucino song (all my life) كلمات أغنية
- tanita tikaram - the cappoccino song كلمات أغنية