
subir nandi - paharer kanna dekhe كلمات أغنية
Loading...
পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝরণা বলো
ওই পাহাড়টা বোবা বলেই কিছু বলে না
তোমরা কেন বোঝো না যে
কারো বুকের দুঃখ নিয়ে কাব্য চলে না।।
ধরতে বুকে এক ফোটা জল
কেউ জানে না কত ব্যথায় মেঘের হৃদয় হলো কাজল
তোমরা দেখো বৃষ্টি নুপূর
দেখোনা, আঘাত ছাড়া মেঘ তো গলে না
ওই কালো মেঘ বোবা বলেই কিছু বলে না
তোমরা কেন বোঝো না যে
কারো বুকের দুঃখ নিয়ে কাব্য চলে না।।
ফুটতে বনে এক গোছা ফুল
কেউ জানে না কি আগুনে রঙের নেশায় হলো আকুল
তোমরা দেখো মিষ্টি বরণ
দেখোনা, দহন ছাড়া অগ্নি জ্বলে না
ওই ফোটা ফুল বোবা বলেই কিছু বলে না
তোমরা কেন বোঝো না যে
কারো বুকের দুঃখ নিয়ে কাব্য চলে না।।
كلمات أغنية عشوائية
- neverland in ashes - the sentinel كلمات أغنية
- ksi - cap كلمات أغنية
- the anthem - hallelujah كلمات أغنية
- nathaniel oku - m.i.a. (feat. flannel albert) كلمات أغنية
- omen (2) - straight geccin' كلمات أغنية
- the ready aim fire! - zero hour (no bombs in sight) كلمات أغنية
- muffincheese & diego the sharqman - zone كلمات أغنية
- laura enea - i like whatcha doin' to me baby كلمات أغنية
- keith barrow - questions كلمات أغنية
- dna's evolution - grok the hunter كلمات أغنية