kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

subir nandi - paharer kanna dekhe كلمات أغنية

Loading...

পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝরণা বলো
ওই পাহাড়টা বোবা বলেই কিছু বলে না
তোমরা কেন বোঝো না যে
কারো বুকের দুঃখ নিয়ে কাব্য চলে না।।

ধরতে বুকে এক ফোটা জল
কেউ জানে না কত ব্যথায় মেঘের হৃদয় হলো কাজল
তোমরা দেখো বৃষ্টি নুপূর
দেখোনা, আঘাত ছাড়া মেঘ তো গলে না
ওই কালো মেঘ বোবা বলেই কিছু বলে না
তোমরা কেন বোঝো না যে
কারো বুকের দুঃখ নিয়ে কাব্য চলে না।।

ফুটতে বনে এক গোছা ফুল
কেউ জানে না কি আগুনে রঙের নেশায় হলো আকুল
তোমরা দেখো মিষ্টি বরণ
দেখোনা, দহন ছাড়া অগ্নি জ্বলে না
ওই ফোটা ফুল বোবা বলেই কিছু বলে না
তোমরা কেন বোঝো না যে
কারো বুকের দুঃখ নিয়ে কাব্য চলে না।।

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...