kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

subhamita - brishti fonta fonta joley كلمات الأغنية

Loading...

বৃষ্টিরর ফোঁটা ফোঁটা জলে
চুপি চুপি কে গল্প বলে,,,,,
মন দিয়ে ঝৃড়ি ঝৃড়ি শোন
বৃষ্টির বুঝি আছে মন।
,, মন দিলে মন
বৃষ্টি বন্ধু কখন…
বৃষ্টিরর ফোঁটা ফোঁটা জলে
চুপি চুপি কে গল্প বলে,,,,,
মন দিয়ে ঝৃড়ি ঝৃড়ি শোন
বৃষ্টির বুঝি আছে মন।,,
মন দিলে মন বৃষ্টি বন্ধু কখন
বৃষ্টিরর জল ঝড়ে টুপ
তাই শুনে চারিদিক চুপ
বৃষ্টি বলছে কানে কানে.
আমার মনের কথা যানে…
বলবে সে,,,,
দেখা হলে অন্য আকাশে
অন্য মেঘেরর মাঝখানে
মন দিলে মন…
মন দিলে মন…
বৃষ্টি বন্ধু কখন…
মেঘ ডানা মেলবেনা আজ…
ঝড়ে যা আই কাজ
ছোট্টো মেঘের নীল খামে
কে চিঠি পাঠায় কার নামে
হে… হে. মেঘ ডানা মেলবেনা আজ…
ঝড়ে যা আই কাজ
ছোট্টো মেঘের নীল খামে
কে চিঠি পাঠায় কার নামে
চেনা রঙে অচেনা মনের আকাশে
অন্য মেঘের ঢল নামে
মন দিলে মন বৃষ্টি বন্ধু কখন…
বৃষ্টিরর ফোঁটা ফোঁটা জলে
চুপি চুপি কে গল্প বলে,,,,,
মন দিয়ে ঝৃড়ি ঝৃড়ি শোন
বৃষ্টির বুঝি আছে মন।,,
মন দিলে মন বৃষ্টি বন্ধু কখন…
বৃষ্টিরর ফোঁটা ফোঁটা জলে
চুপি চুপি কে গল্প বলে,,,,,
বৃষ্টিরর ফোঁটা ফোঁটা জলে
চুপি চুপি কে গল্প বলে,,,,

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...