kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

subhagoto choudhury - pakhi amar nirer pakhi كلمات أغنية

Loading...

পাখি আমার নীড়ের পাখি অধীর হল কেন জানি–
আকাশ-কোণে যায় শোনা কি ভোরের আলোর কানাকানি ।।
ডাক উঠেছে মেঘে মেঘে,
অলস পাখা উঠল জেগে–
লাগল তারে উদাসী ওই নীল গগনের পরশখানি ।।
আমার নীড়ের পাখি এবার উধাও হল আকাশ-মাঝে ।
যায় নি কারো সন্ধানে সে, যায় নি যে সে কোনো কাজে ।
গানের ভরা উঠল ভ’রে,
চায় দিতে তাই উজাড় ক’রে-
নীরব গানের সাগর-মাঝে আপন প্রাণের সকল বাণী ।।

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...