
stoic bliss - sample this كلمات أغنية
Loading...
[verse 1]
চলে যাবো বহু দূরে
খুঁজেও পাবে না আমায়
শূন্য রবে পৃথিবী তোমার
থেকো আমার এ অপেক্ষায়
[chorus]
রেখেছিলাম তোমায় হৃদয়ের মাঝে
আর কাঁদিয়ে চলে গেলে
নিস্তব্ধ পৃথিবীর উগ্র শাসনে
আমায় তুমি সঁপে দিলে
[verse 2]
পাবে না আজ এই মনে তোমার স্মৃতি
সবকিছু মুছে গেছে
ক্ষিপ্ত মস্তিষ্কের নতুন অঙ্গিকার
তোমায় মনে না
তোমায় মনে না
তোমায় মনে না দেখে
[verse 3]
বাঁধা নেই আজ কোনো
যেতে হলে চলে যাবো
ছিঁড়ে ফেলো সব ছবি
সব স্মৃতি ভুলে যেয়ো
আর পাবে না আমায় ফিরে কখনো
নীল জোছনায় বসে আমার ছবি আঁকো
[bridge]
রেখেছিলাম আমিও তোমায় সাজিয়ে বুকের মাঝে
দেখো আজ কতো ব্যাবধান আমাদের এই পথে
[chorus]
রেখেছিলাম তোমায় হৃদয়ের মাঝে
আর কাঁদিয়ে চলে গেলে
নিস্তব্ধ পৃথিবীর উগ্র শাসনে
আমায় তুমি সঁপে দিলে
كلمات أغنية عشوائية
- elisa the freak - seasonal depression كلمات أغنية
- noa gliksberg - back home كلمات أغنية
- charts - fleurs de lys كلمات أغنية
- brakes - beatific visions كلمات أغنية
- backside - the ones كلمات أغنية
- pj harvey - wang dang doodle كلمات أغنية
- somersault - going to drown كلمات أغنية
- big ice - i sonen كلمات أغنية
- clawfinger - it's your life كلمات أغنية
- john schumann - holy mary كلمات أغنية