
stoic bliss - roktim singhashon كلمات أغنية
শতাব্দীর প্রান্তে দাঁড়িয়ে আজ
ধরে আছি আমি এই আমার
আঁকড়ে আছি কলঙ্কের সেই রক্তিম সিংহাসন
হাজার ক্ষুব্ধ কলহের পর
উগ্র শ্বাস শুনে ডুবে গেছে বালুচর
ক্ষীপ্ত পৃথিবীর অভিশাপে
কেউ আপন আর কেউ পর
কালো মেঘের ছায়ায় ঘেরা আমাদের এই নির্বাসন
ক্ষুব্ধ পৃথিবীর কাছে আমাদের এই আবেদন
দুঃখ বুকে জড়িয়ে তোমায় দিয়ে দেবো অবাধ সুখ
চাইনা কোনো মিছে আশা
ভেঙ্গে দিয়ো না নিষ্পাপ বুক
এখন আমি একা আবার গড়ে
তুলবো পৃথিবীকে নতুন করে
সাজিয়ে দেবো স্রষ্টার আলোকে
অপরুপ এ প্রহর
চাঁদমামা চাঁদমামা কোথায় তুমি
হারিয়ে গেলে মেঘের আকাশে
জ্বলন্ত চিতার আগুনে তারা জ্বলবে বাতাসে
তবু হাল ছাড়েনি সেই পাহাড়ি মেয়ে
চোখটা আবেগে ছলছলে
করছে প্রার্থনা ও চাঁদমামা
ফিরে কবে আসবে?
কালো মেঘের ছায়ায় ঘেরা আমাদের এই নির্বাসন
ক্ষুব্ধ পৃথিবীর কাছে আমাদের এই আবেদন
দুঃখ বুকে জড়িয়ে তোমায় দিয়ে দেবো অবাধ সুখ
চাইনা কোনো মিছে আশা
ভেঙ্গে দিয়ো না নিষ্পাপ বুক
কালো মেঘের ছায়ায় ঘেরা আমাদের এই নির্বাসন
ক্ষুব্ধ পৃথিবীর কাছে আমাদের এই আবেদন
দুঃখ বুকে জড়িয়ে তোমায় দিয়ে দেবো অবাধ সুখ
চাইনা কোনো মিছে আশা
ভেঙ্গে দিয়ো না নিষ্পাপ বুক
كلمات أغنية عشوائية
- of montreal - queer as love كلمات أغنية
- prince - the cross (live in utrecht) [2020 remaster] كلمات أغنية
- nancy martinez - make a move on me كلمات أغنية
- hillsong worship - king of kings (alternate version) كلمات أغنية
- luis - the world is ending كلمات أغنية
- dolu kadehi ters tut - bu bok كلمات أغنية
- perkulator - voices of disposal كلمات أغنية
- grant macdonald - ram ranch 72 كلمات أغنية
- fresa salvage - interrogacion كلمات أغنية
- glory hole - new york nights كلمات أغنية