
stoic bliss - abar abar jigay كلمات أغنية
[intro]
yo! man (yeah)
h-llo everybody (stoic bliss, listen, listen)
i can’t fit in this booth with this dude, same (oh god)
সবাই কেমন আছেন?
আবার জিগায় part-2 নামছে (আবার আবার জিগায়)
we don’t need any of the (what!)
we don’t even need any of it
we don’t even need it, haha
papa dawg
yo! রাজিব ভাই, beat-টা একটু ছাইরা দেন তো
[hook]
hey, hey, hey
yo! (what?)
guess who’s back in the belgium
[chorus]
stoic bliss সালায়, আবার জিগায়
দেখো না miss-রা, দেখো দিল ঘাবড়ায় (haha)
এসেছি ফিরে জয় করতে হৃদয় (yeah)
তো বলো, বলো আবারে, আবার জিগায় (what?)
stoic bliss সালায়, আবার জিগায় (বলো)
দেখো না miss-রা, দেখো দিল ঘাবড়ায়
এসেছি ফিরে জয় করতে হৃদয় (listen, yeah)
তো বলো, বলো আবারে, আবার জিগায় (yeah)
[verse 1]
সবাই এখন আবার জিগায় বলো না ক্যান? (chill)
আরে গানটা চলে সবার বাসায় জানো না, man (yes, i know)
তাইলে সিডি-টিডি নকল কইরা মার্কেটে দেন (তো বাবু)
তো তাইলে গানটার নামটা চুরি কইরা অ্যালবামে দ্যান (চারু)
দেখেন পত্রিকাতে ছাপায় stoic bliss সবই জাগায় (আহা)
আরে আশেপাশে চ্যাংড়া-প্যাংরা গ্রামের বাসায় বাজায়
আরে গাড়ি নিয়ে যেতে যেতে হটাৎ ভলিউম বাড়ায় (chill, yo)
রে তাইতো থেমে বলে, “আবার আবার জিগায়” (good)
[verse 2]
যানু বাবু সুপার হিট, আবার জিগায় (who’s that?)
অ্যালবাম আছে, ক্রেডিট কোথায়? আবার জিগায়
খালেদ ভাই পকেটেতে টাকা জমায় (haha)
g-series সালায়, আবার জিগায়
যানু বাবু সুপার হিট, আবার জিগায় (yo)
অ্যালবাম আছে, ক্রেডিট কোথায়? আবার জিগায়
খালেদ ভাই পকেটেতে টাকা জমায় (listen, আরে আপনার তো আমাকে চেনেন)
g-series সালায়, আবার জিগায় (yo)
[verse 3]
সবাই বলে, গানটার কোনো মানে তো নাই
রাজিব ভাই এখনও তো খালি chewing gum চাবায়
কাজী শ্বশুর বাড়িতে তো খালি বিরিয়ানি খায় (what!)
তাতে খেতে এত যেও মোটা হলো রে ভাই (that’s not true)
দেখো সবাই বলে “ac1d is the man of like” তাই (not really)
সুন্দরি তো সিডি কিনতে দৌড়ে দোকানে যায় (আচ্ছা?)
যদি জানে না তো তাইলে গানটা আবার শিখায়
stoic bliss চেনে না তো চেনে আবার জিগায়
[verse 4]
মোস্তাকিমের চাপ, আবার জিগায়
বগুড়ার দই হালায়, আবার জিগায় (chill)
সাতক্ষীরার সন্দেশ কত মজা তাই (মজা?)
পেট ভরে খেয়ে নাও, বুঝিছাও ভাই
মোস্তাকিমের চাপ, আবার জিগায়
বগুড়ার দই হালায়, আবার জিগায়
সাতক্ষীরার সন্দেশ কত মজা তাই
পেট ভরে খেয়ে নাও, বুঝিছাও ভাই
[verse 5]
জনরাটা বানালাম আমার
সবাইকে দেখালাম বাংলা
rap-ই তো কেমন তো করে করে তো বলো না মামা
আগে তো যারা যে চেষ্টা করলো তো পারে নি তারা
এসে তো বলে তো এটা হবে না তোমাকে ছাড়া
আমি তো বলি তাদেরকে, “this is like চানাচুর মাখা”
beat-টা তো গানেরই সাথে মেখে তো সবই তো খাবা
কথা তো মরিচের মতো, ঝালটাতো পরে তো পাবা
সবারই শেষে তো তুমি আবারো খেতে তো চাবা
[verse 6]
সিলোডিরা মাইত্তা খয়, আবার জিগায়
নোয়াখালি হালি হুনে, আবার জিগায়
চিটাগঙ্গে ফুনে, আবার আবার জিগায়
বরিশালে দেখো মনু, আবার জিগায়
সিলোডিরা মাইত্তা খয়, আবার জিগায়
নোয়াখালি হালি হুনে, আবার জিগায়
চিটাগঙ্গে ফুনে, আবার আবার জিগায়
বরিশালে দেখো মনু, আবার জিগায়
[chorus]
stoic bliss সালায়, আবার জিগায়
দেখো না miss-রা, দেখো দিল ঘাবড়ায় (haha)
এসেছি ফিরে জয় করতে হৃদয় (yeah)
তো বলো, বলো আবারে, আবার জিগায় (what)
stoic bliss সালায়, আবার জিগায়
দেখো না miss-রা, দেখো দিল ঘাবড়ায় (haha)
এসেছি ফিরে জয় করতে হৃদয় (yeah)
তো বলো, বলো আবারে, আবার জিগায় (what)
كلمات أغنية عشوائية
- eyeman - bigcitylights aka sukisaki كلمات أغنية
- abel. (fra) - mo' ali / jupiter jazz كلمات أغنية
- ylnoezirc - петля(the loop) كلمات أغنية
- danny schiller - bend&break كلمات أغنية
- denoma - untitled song 2 كلمات أغنية
- here come the mummies - swing كلمات أغنية
- teddy pendergrass - life is for living كلمات أغنية
- billy strings - life to go كلمات أغنية
- brighter than a thousand suns - aphantasia كلمات أغنية
- sergio umbria - hablando كلمات أغنية