![kalimah.top](https://kalimah.top/extra/logo.png)
srikanto acharya - tumi rabe nirabe hridoye momo كلمات الأغنية
Loading...
তুমি রবে নীরবে,
হৃদয়ে মম,
তুমি রবে নীরবে,
নিবিড়, নিভৃত,
পূর্ণিমা নিশীথিনী সম,
তুমি রবে নীরবে।
মম জীবন যৌবন,
মম অখিল ভুবন,
তুমি ভরিবে গৌরবে,
নিশীথিনী-সম।
তুমি রবে নীরবে,
হৃদয়ে মম,
তুমি রবে নীরবে।
জাগিবে একাকী তব করুণ আঁখি,
তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি।
জাগিবে একাকী তব করুণ আঁখি,
তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি।
মম দুঃখবেদন,
মম সফল স্বপন,
মম দুঃখবেদন,
মম সফল স্বপন,
তুমি ভরিবে সৌরভে,
নিশীথিনী সম।
তুমি রবে নীরবে,
হৃদয়ে মম,
তুমি রবে নীরবে,
নিবিড় নিভৃত,
পূর্ণিমা নিশীথিনী সম,
তুমি রবে নীরবে॥
كلمات أغنية عشوائية
- ph-1 feat. hoody - communicate (with woogie) كلمات الأغنية
- dashboard confessional - crooked shadows كلمات الأغنية
- dj kentalky feat. reekado banks - jaiye كلمات الأغنية
- au/ra - panic room كلمات الأغنية
- yung pinch - 1997 كلمات الأغنية
- therion - bringing the gospel كلمات الأغنية
- charli xcx - rare كلمات الأغنية
- ralo - dream last night كلمات الأغنية
- andriy vasylenko - gone too far كلمات الأغنية
- devay - hati siapa tak luka كلمات الأغنية