
srikanto acharya - tumi rabe nirabe hridoye momo كلمات أغنية
Loading...
তুমি রবে নীরবে,
হৃদয়ে মম,
তুমি রবে নীরবে,
নিবিড়, নিভৃত,
পূর্ণিমা নিশীথিনী সম,
তুমি রবে নীরবে।
মম জীবন যৌবন,
মম অখিল ভুবন,
তুমি ভরিবে গৌরবে,
নিশীথিনী-সম।
তুমি রবে নীরবে,
হৃদয়ে মম,
তুমি রবে নীরবে।
জাগিবে একাকী তব করুণ আঁখি,
তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি।
জাগিবে একাকী তব করুণ আঁখি,
তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি।
মম দুঃখবেদন,
মম সফল স্বপন,
মম দুঃখবেদন,
মম সফল স্বপন,
তুমি ভরিবে সৌরভে,
নিশীথিনী সম।
তুমি রবে নীরবে,
হৃদয়ে মম,
তুমি রবে নীরবে,
নিবিড় নিভৃত,
পূর্ণিমা নিশীথিনী সম,
তুমি রবে নীরবে॥
كلمات أغنية عشوائية
- kotak - mencinta ku dan dia كلمات أغنية
- waiver. - facts machine كلمات أغنية
- n0toriety, keshite - honesty كلمات أغنية
- goldilux - fuckbuck كلمات أغنية
- dimi & lil yachty - toothache كلمات أغنية
- r4in - qhello diss كلمات أغنية
- rua - wow كلمات أغنية
- nordland - eithtelor كلمات أغنية
- iv le fleur - tommy hillfiger كلمات أغنية
- fade to black - cinema blue كلمات أغنية