
srikanto acharya - chokkhe aamar trishna كلمات أغنية
Loading...
চক্ষে আমার তৃষ্ণা,
ওগো তৃষ্ণা
আমার বক্ষ জুড়ে ।
চক্ষে আমার তৃষ্ণা,
আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন,
আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন,
সন্তাপে প্রাণ যায়, যায় যে পুড়ে ॥
চক্ষে আমার তৃষ্ণা
ঝড় উঠেছে তপ্ত হাওয়ায়, হাওয়াত
মনকে সুদূর শূন্যে ধাওয়ায়—
অবগুণ্ঠন যায় যে উড়ে ॥
চক্ষে আমার তৃষ্ণা,
যে-ফুল কানন করত আলো
কালো হয়ে সে শুকাল ।
কালো হয়ে সে শুকাল, হায়
ঝরনারে কে দিল বাধা—
নিষ্ঠুর পাষাণে বাঁধা
দুঃখের শিখরচূড়ে ॥
চক্ষে আমার তৃষ্ণা,
ওগো তৃষ্ণা
আমার বক্ষ জুড়ে ।
চক্ষে আমার তৃষ্ণা,
আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন,
আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন,
সন্তাপে প্রাণ যায়, যায় যে পুড়ে ॥
চক্ষে আমার তৃষ্ণা।।
كلمات أغنية عشوائية
- yung van - life just seems so complicated كلمات أغنية
- clevethagod - a rose كلمات أغنية
- surrender the crown - ready for a war كلمات أغنية
- curt kennedy - night mayors كلمات أغنية
- eros (tr) - kendimi tanıyamıyorum. كلمات أغنية
- the subways - alright (zane lowe, bbc radio 1 session, 2008) [live] كلمات أغنية
- majk spirit - lambada كلمات أغنية
- kryder & nino lucarelli - stay with me كلمات أغنية
- brandon stansell - like us كلمات أغنية
- ridgio - waddup كلمات أغنية