
srikanto acharya - charandwani shuni tobo كلمات أغنية
Loading...
চরণধ্বনি শুনি তব, নাথ, জীবনতীরে
কত নীরব নির্জনে কত মধুসমীরে
চরণধ্বনি শুনি তব, নাথ
গগনে গ্রহতারাচয় অনিমেষে চাহি রয়,
গগনে গ্রহতারাচয় অনিমেষে চাহি রয়,
ভাবনাস্রোত হৃদয়ে বয় ধীরে একান্তে ধীরে
চরণধ্বনি শুনি তব, নাথ
চাহিয়া রহে আঁখি মম তৃষ্ঞাতুর পাখিসম,
শ্রবণ রয়েছি মেলি চিত্তগভীরে–
চাহিয়া রহে আঁখি মম তৃষ্ঞাতুর পাখিসম,
শ্রবণ রয়েছি মেলি চিত্তগভীরে–
কোন্ শুভপ্রাতে দাঁড়াবে হৃদিমাঝে,
কোন্ শুভপ্রাতে দাঁড়াবে হৃদিমাঝে,
ভুলিব সব দুঃখ সুখ ডুবিয়া আনন্দনীরে
চরণধ্বনি শুনি তব, নাথ, জীবনতীরে
কত নীরব নির্জনে কত মধুসমীরে
চরণধ্বনি শুনি তব, নাথ
كلمات أغنية عشوائية
- tobi lou - a.r.o.k كلمات أغنية
- patron - parçala كلمات أغنية
- ceromundo - la llorona كلمات أغنية
- strung out - soulmate كلمات أغنية
- lil b - notty basedgod كلمات أغنية
- mauli - nicht meine ak كلمات أغنية
- bryant myers - esclava كلمات أغنية
- saba - whip (areyoudown?) كلمات أغنية
- linda martini - partir para ficar كلمات أغنية
- tribo da periferia - matilha كلمات أغنية