srikanto acharya - charandwani shuni tobo كلمات الأغنية
Loading...
চরণধ্বনি শুনি তব, নাথ, জীবনতীরে
কত নীরব নির্জনে কত মধুসমীরে
চরণধ্বনি শুনি তব, নাথ
গগনে গ্রহতারাচয় অনিমেষে চাহি রয়,
গগনে গ্রহতারাচয় অনিমেষে চাহি রয়,
ভাবনাস্রোত হৃদয়ে বয় ধীরে একান্তে ধীরে
চরণধ্বনি শুনি তব, নাথ
চাহিয়া রহে আঁখি মম তৃষ্ঞাতুর পাখিসম,
শ্রবণ রয়েছি মেলি চিত্তগভীরে–
চাহিয়া রহে আঁখি মম তৃষ্ঞাতুর পাখিসম,
শ্রবণ রয়েছি মেলি চিত্তগভীরে–
কোন্ শুভপ্রাতে দাঁড়াবে হৃদিমাঝে,
কোন্ শুভপ্রাতে দাঁড়াবে হৃদিমাঝে,
ভুলিব সব দুঃখ সুখ ডুবিয়া আনন্দনীরে
চরণধ্বনি শুনি তব, নাথ, জীবনতীরে
কত নীরব নির্জনে কত মধুসমীরে
চরণধ্বনি শুনি তব, নাথ
كلمات أغنية عشوائية
- austen morpho - how to feel كلمات الأغنية
- bilby - dead ringers كلمات الأغنية
- kr - just like that كلمات الأغنية
- sniff 'n' the tears - trouble is my business كلمات الأغنية
- donald lawrence and the tri-city singers - oh peter كلمات الأغنية
- stamos - mission impossible كلمات الأغنية
- claude françois - heureusement tu penses a moi كلمات الأغنية
- element - centipede كلمات الأغنية
- boy azooga - waitin' كلمات الأغنية
- niko - love or like كلمات الأغنية