
srikanto acharya & lopamudra - aaji bangladesher hridoy كلمات أغنية
আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী!
ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে!
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে ॥ ডান হাতে তোর খড়্গ জ্বলে, বাঁ হাত করে শঙ্কাহরণ, দুই নয়নে স্নেহের হাসি, ললাটনেত্র আগুনবরণ । ওগো মা, তোমার কী মুরতি আজি দেখি রে!
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে ॥ তোমার মুক্তকেশের পুঞ্জ মেঘে লুকায় অশনি, তোমার আঁচল ঝলে আকাশতলে রৌদ্রবসনী!
ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে!
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে ॥ যখন অনাদরে চাই নি মুখে ভেবেছিলেম দুঃখিনী মা আছে ভাঙা ঘরে একলা পড়ে, দুখের বুঝি নাইকো সীমা । কোথা সে তোর দরিদ্র বেশ, কোথা সে তোর মলিন হাসি– আকাশে আজ ছড়িয়ে গেল ওই চরণের দীপ্তিরাশি!
ওগো মা, তোমার কী মুরতি আজি দেখি রে!
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে ॥ আজি দুখের রাতে সুখের স্রোতে ভাসাও ধরণী– তোমার অভয় বাজে হৃদয়মাঝে হৃদয়হরণী!
ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে!
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে ॥
كلمات أغنية عشوائية
- lil 8ight - i'm a boss (lil pump - boss remix) كلمات أغنية
- feltzpreviewscovers - ea$tside كلمات أغنية
- grand nexus - all shit aside (shit is real) كلمات أغنية
- the low mays - 無孩政策 no child policy كلمات أغنية
- 1982 - goin back كلمات أغنية
- myths of a thistle - communist consumption كلمات أغنية
- king creosote - bootprints (hot chip remix) كلمات أغنية
- patrick the pan - tango r كلمات أغنية
- d double e - street fighter riddim كلمات أغنية
- planet anm & borzym - gdy spotykają się spojrzenia كلمات أغنية