srabani sen - ei udasi haowar pathe pathe كلمات الأغنية
Loading...
এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে;
আমি কুড়িয়ে নিয়েছি,
তোমার চরণে দিয়েছি–
লহো লহো করুণ করে॥
এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে॥
যখন যাব চলে
ওরা ফুটবে তোমার কোলে,
যখন যাব চলে
ওরা ফুটবে তোমার কোলে,
তোমার মালা গাঁথার আঙুলগুলি মধুর বেদনভরে
যেন আমায় স্মরণ করে॥
এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে॥
বউকথাকও তন্দ্রাহারা
বিফল ব্যথায় ডাক দিয়ে হয় সারা
আজি বিভোর রাতে।
বউকথাকও তন্দ্রাহারা
বিফল ব্যথায় ডাক দিয়ে হয় সারা
আজি বিভোর রাতে।
দুজনের কানাকানি কথা
দুজনের মিলনবিহ্বলতা,
জ্যোৎস্নাধারায় যায় ভেসে যায় দোলের পূর্ণিমাতে।
এই আভাসগুলি পড়বে মালায় গাঁথা
কালকে দিনের তরে
তোমার অলস দ্বিপ্রহরে॥
এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে;
আমি কুড়িয়ে নিয়েছি,
তোমার চরণে দিয়েছি–
লহো লহো করুণ করে॥
এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে॥
كلمات أغنية عشوائية
- k-rino - heightened focus كلمات الأغنية
- мэйти (meyti) - красный дракон (red dragon) كلمات الأغنية
- dark kevin - dark kevin clashes white kevin كلمات الأغنية
- klamc - le remède كلمات الأغنية
- spillage village - intro كلمات الأغنية
- skeme - free the dawgs كلمات الأغنية
- джизус (dzhizus) - younger friend كلمات الأغنية
- gc - bruce lee كلمات الأغنية
- dada plan - the hanging mirrors of life-skype كلمات الأغنية
- robin schulz & marc scibilia - unforgettable كلمات الأغنية