
srabani sen - dibasa rajani ami jeno kar ashay كلمات أغنية
Loading...
দিবসরজনী আমি যেন কার
আশায় আশায় থাকি।
দিবসরজনী আমি যেন কার
আশায় আশায় থাকি।
তাই চমকিত মন, চকিত শ্রবণ,
তৃষিত আকূল আঁখি।।
দিবসরজনী আমি যেন কার
আশায় আশায় থাকি।
চঞ্চল হয়ে ঘুরিয়ে বেড়াই,
সদা মনে হয় যদি দেখা পাই,
চঞ্চল হয়ে ঘুরিয়ে বেড়াই,
সদা মনে হয় যদি দেখা পাই,
‘কে আসিছে’ বলে চমকিয়ে যাই
কাননে ডাকিলে পাখি।।
দিবসরজনী আমি যেন কার
আশায় আশায় থাকি।
জাগরণে তারে না দেখিতে পাই,
থাকি স্বপনের আশে-
ঘুমের আড়ালে যদি ধরা দেয়
বাঁধিব স্বপনপাশে।
এত ভালোবাসি এত যারে চাই
মনে হয় না তো সে যে কাছে নাই,
এত ভালোবাসি এত যারে চাই
মনে হয় না তো সে যে কাছে নাই,
যেন এ বাসনা ব্যাকুল আবেগে
তাহারে আনিবে ডাকি।।
দিবসরজনী আমি যেন কার
আশায় আশায় থাকি।
দিবসরজনী আমি যেন কার
আশায় আশায় থাকি।
তাই চমকিত মন, চকিত শ্রবণ,
তৃষিত আকূল আঁখি।।
দিবসরজনী আমি যেন কার
আশায় আশায় থাকি।
كلمات أغنية عشوائية
- precious little - the silence before the dialtone كلمات أغنية
- shock withdrawal - autonomian كلمات أغنية
- berith (bra) - epigeius كلمات أغنية
- nada5150 - without love كلمات أغنية
- natalia coronado - más fuerte كلمات أغنية
- miclo - skrrt كلمات أغنية
- leyla - snake كلمات أغنية
- sinéad harnett - i will كلمات أغنية
- jafari safari - shut up كلمات أغنية
- donf - v12 كلمات أغنية