
spandan banerjee - meet the barmans (diss) كلمات أغنية
লজ্জা করে ভাবতে পাশাপাশি বসতাম
loyalty_র তোর কাছে আজও নেই দাম
মানুষের নাম এ বহুরূপী সাপ
এটা rap কম তোর জন্য অভিশাপ
একটু fap কম
সেই 9th মনে আছে ?
মিনমিন আওয়াজ করে aaya এসে বলে
লাল জামা কাকাতুয়া নেই তোর দলে ?
তখন আমরা বাচ্ছা, pinky teenagers
গুপী গাইন মারে লাইন (বর্মন spectator)
fine!
কিন্তু বলেছিলি কি ? বলার আগে একবারও ভেবেছিলি কি ?
“একলা একলা শনিবার করে guitar শেখাবো তোর হাত ধরে” ?
ধরা পড়লে কি করবো ভেবেছিলি কি ?
লোকে কি ভাববে ভেবেছিলি কি ?
মুখ টা তো দেখি শুক্ন _ কিশমিশ (kiss miss)
সেই থেকে জন্মালো this diss
school পাল্টেও পেছন ছাড়লি না
aaya (আয়া) retire করলো তাই ধরলি মায়া
ভারতে পেলোনা গঙ্গার জল
তাই বাসা থেকে বেরিয়া বাংলাদেশ চল
দিব্যি deep কথা বলবি, shallow thoughts free
tiktok ban না হলে তুই ওই নিব্বি
online smooth talker, offline creepy stalker
whatsapp এ তোর প্রতিটা chat boys’ locker
জমিয়ে রেখে রেখে করেছি ভুল
princ_p_l is here, now come to school
class bunk করে করতে ব্যস্ত হাগু
আর যেই মেয়ে দেখে তাকে “i love you!”
রূপের স্রোতে ভেসে যেতে যেতে
২ minute এর মাগী খেতে খেতে
যাদবপুর এ ঢুকে হেঁটে হেঁটে
আমার কথা বেরোয় পেটের থেকে
মাটির তলা থেকে চাঁদ এ দিবি ঝাঁপ (ঝাঁপ)
কিন্তু সবাই জানে তুই one pump chump (একটা সাপ)
brain এর gym এ যেতে হবে তুই dumb
bell বেজে গেছে _ your time is up
গালি দিবিনা কেন খানকীর ছেলে
তোর মেয়ে রেন্ডি হবে এমনি বাপ পেলে
“দেড় (1.5) minute এর reel, বাঁড়ায় এলো feel”
fissure হয়ে যাবে এমন থাপ খেলে
swachh bharat এর জন্য তোকে করছি সাফ
next sweetheart এর কাছে যেন ৭ খুন মাফ
তুই america, আমি 9/11
কিন্তু কাজ এমন করবো, লাগবে 911
bars আমি লিখছি, কিন্তু তুই barman
serve ও আমি করছি, কিন্তু তুই barman
নিয়ম আমি বানাচ্ছি, কিন্তু তুই bar man
mix টা আমি করছি, তাও তুই barman
batman এর fan, ugh! নাম খারাপ
আজকে হার পরছিস, কাল মালা
বাবা মা এর সাথে ২০ লাখ এর জ্বালা
adani_র চেটে চেটে মেটা
oneplus এর সবুজ দাগ তোর only green flag
marine drive এ pity s_x after 2 drags
আঁচিল ধরে খেলতিস, এখন পাঁচিল ধরে কাঁপ
make my job easy, দিয়ে দে লাফ…
كلمات أغنية عشوائية
- penny the goat - xxxxxxx كلمات أغنية
- marina lima - as ordens do amor كلمات أغنية
- thornhill - reptile كلمات أغنية
- brendan canning - possible grenade كلمات أغنية
- noiseferatu - riddim and poetry 3 كلمات أغنية
- jtg - fame كلمات أغنية
- goodtalk - smoke dzaa كلمات أغنية
- debra debs - sometimes كلمات أغنية
- charlotte devaney - animal كلمات أغنية
- #dropsydies - father كلمات أغنية