
soumarshi banerjee - hariye jao كلمات أغنية
Loading...
তোমার দুটি মায়া চোখে
লুকিয়ে আছে নিষ্পাপ কিছু স্বপ্ন।
তুমি চাও সে স্বপ্ন হোক ,সত্যি আর
জ্বলুক প্রাণে আলো। (২ x )
তবে তুমি এই মিথ্যে সমাজের ভিড়ে
কিছুটা ভয় , কিছুটা সংশয় নিয়ে
হারিয়ে যাও
তবে তুমি এই মিথ্যে সমাজের ভিড়ে
কিছুটা ভয় , কিছুটা সংশয় নিয়ে
হারিয়ে যাও
হারিয়ে যাও
হারিয়ে যাও |
জানি তোমার রাতে ঘুম
হয়না যে আর
জানি আছে মনে অস্বস্তি তোমার
জানি আঁধার রাতে জেগে কাঁদো তুমি
ভাবো ঘটবে কবে
এ যন্ত্রণার অবসান।
তোমার দুটি মায়া চোখে
লুকিয়ে আছে নিষ্পাপ কিছু স্বপ্ন।
তুমি চাও সে স্বপ্ন হোক ,সত্যি আর
জ্বলুক প্রাণে আলো।
তবে তুমি এই মিথ্যে সমাজের ভিড়ে
কিছুটা ভয় , কিছুটা সংশয় নিয়ে
হারিয়ে যাও
তবে তুমি এই মিথ্যে সমাজের ভিড়ে
কিছুটা ভয় , কিছুটা সংশয় নিয়ে
হারিয়ে যাও
হারিয়ে যাও
হারিয়ে যাও।
كلمات أغنية عشوائية
- resfa - gay lussac كلمات أغنية
- polish club - stop for a minute كلمات أغنية
- ef - vur kaç كلمات أغنية
- captain jay raps - forever rapping كلمات أغنية
- vanwho - printemps كلمات أغنية
- rafet el roman - en güzel günler senin olsun كلمات أغنية
- ybn paulo - drip كلمات أغنية
- rrrroyalty - behind walls كلمات أغنية
- gange (ita) - lo schifo كلمات أغنية
- gorephilia - interplanar كلمات أغنية