souls (3) - nirmolendu goon كلمات الأغنية
Loading...
সেদিন কবিতার বই থেকে
উঠে এলেন নির্মলেন্দু গুন আর বললেন শোন
নীরা কথা রাখেনি, নীরা কথা রাখেনি
তুমিও যাবে চলে কিছু না বলে
মন কখনো ভাবেনি, নীরা কথা রাখেনি।
দুঃখ পেয়ে বসে আছি অনেক প্রহর
বড় অচেনা লাগে আলোর এই শহর
আধাঁরে একা হবে না দেখা
কেউ আমাকে ডাকেনি
নীরা কথা রাখেনি, নীরা কথা রাখেনি
প্রশ্ন করে জেনে গেছি নিজেরই কাছে
ফাঁকা হৃদয়ে শুধু দু;স্বপ্ন আছে
যে গেছে সে যাবে তাই এভাবে
সুখে সেও থাকেনি ,নীরা কথা রাখেনি
নীরা কথা রাখেনি, নীরা কথা রাখেনি
সেদিন কবিতার বই থেকে
উঠে এলেন নির্মলেন্দু গুন আর বললেন শোন
নীরা কথা রাখেনি, নীরা কথা রাখেনি
তুমিও যাবে চলে কিছু না বলে
মন কখনো ভাবেনি, নীরা কথা রাখেনি।
নীরা কথা রাখেনি
كلمات أغنية عشوائية
- jayson franz - what’s mine كلمات الأغنية
- william finn - how marvin eats his breakfast (infinite joy) كلمات الأغنية
- rubicini - never change كلمات الأغنية
- morgan jay - do you wanna go كلمات الأغنية
- fritz - biggest fool in the world كلمات الأغنية
- the roland high life - your last fall كلمات الأغنية
- rxfxxl strxng - subiendo كلمات الأغنية
- vmbeatz - flutuar كلمات الأغنية
- bob dylan & the band - big river (take 2) كلمات الأغنية
- bleak purdy - commando كلمات الأغنية