soul & soil - trikal (duet) كلمات الأغنية
Loading...
ছোট্টবেলার সেই আমি, আজ মস্তবড়
ঠাকুরমার ঝুলির ভেতরে, দায়িত্ব জড়সড়
ছোট্টবেলার সেই আমি, আজ মস্তবড়
ঠাকুরমার ঝুলির ভেতরে, দায়িত্ব জড়সড়
ক্রিম, ওএফার আর খেলানাগাড়ি,
বাবা-মা নামের মিষ্টি জুগান
আজ নেয় আড়ি
আজ নেয় আড়ি…
তবু লড়তে থাকি, নিয়তির সাথে
নারকেল পাতার চশমাটা, সত্যি নাকে চেপে
দেখায় আমার লাভ-লোকসান,
জীবনের ক্যাশবুকে
আজ সেই আমি কথা মনে পরে
ষোল আনার হিসেব মেলাই,
বিষাদ-সিন্ধু গড়ে
বিষাদ-সিন্ধু গড়ে…
আশা কুহকিনী, তবু সপ্ন দেখায়
শুভ্রকে সাখিন বৃষ্টি,
ভাবি অংঢং কাদের সৃষ্টি
মে হারানোর বেদনা গুল
অশ্রু হয়ে ঝরে পরে
চৈতন্য থেকে মহা-চৈতন্যে, আজ হয়েছে লিন
ওগো স্রষ্টা তোমার খেয়াল, লাগছে বড্ড হীন
সকল আশার দূরে পাড়ি,
আলোর দায় ফেলে কালি
তোমার আমার অংকতে
আমার এই হাত তালি…
كلمات أغنية عشوائية
- sayogara - keterlanjuran rasa كلمات الأغنية
- wilke$ (r&b) - hyd كلمات الأغنية
- lumry - black widow كلمات الأغنية
- akio1 - improve كلمات الأغنية
- k valence - lim كلمات الأغنية
- manŭel (ita) - kvazaŭ kolombo blanka كلمات الأغنية
- david0mario - anamanake$ha كلمات الأغنية
- xnut - yakuza/till it dead كلمات الأغنية
- tana - sayless كلمات الأغنية
- j.fla - delicate كلمات الأغنية