
sonu nigam - tip tip brishti كلمات أغنية
টিপ টিপ বৃষ্টি ঝড়ছে অঝরে
আজ সারাদিন ধরে
বিষন্ন ভাবোনায় কাটেনা সময়
আসবে সে কেমন করে
টিপ টিপ বৃষ্টি ঝড়ছে অঝরে
আজ সারাদিন ধরে
বিষন্ন ভাবোনায় কাটেনা সময়
আসবে সে কেমন করে
টিপ টিপ বৃষ্টি ঝড়ছে অঝরে
আজ সারাদিন ধরে,,,,,,,
একা একা সারাক্ষণ পথও চেয়ে থাকি
কল্পনাতে শুধু তারই ছবি আঁকি
ওওওও,,,
একা একা সারাক্ষণ পথও চেয়ে থাকি
কল্পনাতে শুধু তারই ছবি আঁকি
বর্ষার কাব্য লাগে না যে ভাল
বর্ষার কাব্য লাগে না যে ভাল
তাকে শুধু মনে পরে
টিপ টিপ বৃষ্টি ঝড়ছে অঝরে
আজ সারাদিন ধরে,,,,,,,,,,,,,
অনুভবে হৃদয়ে ভাষে তার স্মৃতি
নিরাশার মাঝে তবু মালা গাথি
ওওওও
অনুভবে হৃদয়ে ভাষে তার স্মৃতি
নিরাশার মাঝে তবু মালা গাথি
বেদনার অশ্রু ঝরবে যে চোখে
বেদনার অশ্রু ঝরবে যে চোখে
সেকি তবে আসুক নাহি
টিপ টিপ বৃষ্টি ঝড়ছে অঝরে
আজ সারাদিন ধরে
বিষন্ন ভাবোনায় কাটেনা সময়
আসবে সে কেমন করে
টিপ টিপ বৃষ্টি ঝড়ছে অঝরে
আজ সারাদিন ধরে
বিষন্ন ভাবোনায় কাটেনা সময়
আসবে সে কেমন করে
টিপ টিপ বৃষ্টি ঝড়ছে অঝরে
আজ সারাদিন ধরে
কানন
كلمات أغنية عشوائية
- 222ily - #whiteboywednesday كلمات أغنية
- jeff redd (tr) - bugatti* كلمات أغنية
- melissa nascimento - desertos كلمات أغنية
- anthesianz - song theme from titanic كلمات أغنية
- organize كلمات أغنية
- riot grrrl sessions - terror grrrls كلمات أغنية
- sleek alejandro - bron كلمات أغنية
- dendrick - speed in the sprinter كلمات أغنية
- wy - shiba inu كلمات أغنية
- solittleceo - starz كلمات أغنية