kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

somrat sij - polaibi na khara (পলাইবি না খাড়া) كلمات الأغنية

Loading...

[intro: dipjol, somrat sij]
সুলতান, কোন মুল্লকের সুলতান?
আইজকাল খুব নাম কামাইসে
এই চশমা, এইদিকে, এইদিকে, চু_চু_চু_চু_চু!
বশির সুলতান? তর মুখে আমি মুইতা দিমু

[verse 1: somrat sij]
ভাতিজা serial_এ খাড়া আগে পরে করিস মাতবরি
লাঠি ছাড়াই সাপ মারি ধইরা ফর্মা_ফুর্মা সাফ করি
আইছে বাংলার rap_এর মিস্তরী পিডাইতে লইসি ডান্ডা
গিয়া শান্তির মা’র ঘুম পাড়ানি মাসি_পিসির গান গা
হপায় undertaker সাইজা আইসি লইতে তরে কবরতে
সিঙ্গারা, চমুচা বিলা, tiktoker সব খবর দে
শুরুত্তে engine এইডা j_pan made
বন্দুক ভাবসোস battery চালিত
মাগার full পল্লী বিদ্যুৎ এইডা
ধোপ! বয়ান ছাড়িস বুইঝা হুইন্যা
এনে কোনো বড় ভাইয়ের বিচি ধইরা ঝুইলা আইনাই game_এ আমি
তর মতো ছাপড়ি দিনে কিনা রাইতে বেচি
হুদা মাঠে না গানেও তর ভাই ankara messi
হালায় খয়রাতের bike_এ চইড়া ভাব চোদায় marcedes
হরণতরণ আক্ষামরণ তর ভাই চালু সবডি খিচ
চিকনে মাইরা diss কইতাসোস লইয়া লইসি
হ, ভায়া এমনই লইসি তো, লয়া লইসি
তগোর এই সিনসাপ্পা শুরুত্তে কান ধরাইসি
সাফারে বেইচা না একলগে বন্দুক চালাইসি
উড়াধুরা ফাটাফাটি, ভব চক্করে হালাইসি
খোঁজ লাগা biodata আগেও “লাল বাত্তি” নিভাইসি
[verse 2: somrat sij]
এই, সিধা কথা বরাবরে বিন্দা জায়গা মনে
খাঁটি বাংলাতে কই মাগার বুঝে কয়জনে?
এই, চোদু_মদু, হ না পাইরা খামাখা
হারাইলে জাত এলা খুঁজে কয়জনে?
ছুটে ঘাম আমার নাম হুনলে
থাম এলা, বাবুরে, বহুত হইসে তগো ভুংভাং
গানে গানে যারে খুশি চোখ বান, কানামাছি
এলা বেলা হইসে ঘুম ভাঙ্গ

[verse 3: somrat sij]
যতটা fast আমি ততটা slow ভাইয়া
তর মতো বালসাল না সব গানেই same flow ভাইয়া
তুই আইসোস ticket বেইচা খাইতে মগজ ভাজি
আমার ভাইলোকটি এমন নগদ জান দিতেও রাজি
হাতে হারিকেন না হেডা ভাইঙ্গা ধরায় দিবো parcel
খবর ল কেডা market out কেডা date fail
ব্যাটা বাড়ির দরজা খুইলা রাখসি, ভাঙচুর করা লাগবো না
choclate boy k!llar বাবু বাটে পড়লে ভাইগো না
হালা এমন ল্যাং মারুম তরে carrier আর থাকবো না
হোগার ব্যথা যাইবো কিন্ত মনের ব্যথা যাইবো না

[chorus: somrat sij]
পলাইবি না খাড়া অহনও বাকি রইসে মারা
তরে বাঁচাইবো কেডা, তরে বাঁচাইবো কেডা?
এই, পলাইবি না খাড়া অহনও বাকি রইসে মারা
তরে বাঁচাইবো কেডা, তরে বাঁচাইবো কেডা?
[bridge: somrat sij]
এনে গঞ্জের সেয়ানা মাল চোদার time নাই
এনে বারোভাতারি পোলাপাইন চোদার time নাই
এনে ইল্লা_k!lla চ্যাডের শাঁই চোদার time নাই
এনে ওষুধ ready, বল্লার চাক চোদার time নাই
এইডা ঢাকা ১২০৬ কাউরে চোদার time নাই
এইডা ঢাকা, ক্যান্টনমেন্ট কাউরে চোদার time নাই
এইডা ঢাকা, বাংলাদেশ কাউরে চোদার time নাই
পুরাইন্না পাপী, বালের প্যাচাল হুনার time নাই

[chorus: somrat sij]
পলাইবি না খাড়া অহনও বাকি রইসে মারা
তরে বাঁচাইবো কেডা, তরে বাঁচাইবো কেডা?
এই, পলাইবি না খাড়া অহনও বাকি রইসে মারা
তরে বাঁচাইবো কেডা, তরে বাঁচাইবো কেডা?

[outro: somrat sij]
কিয়ের ব্যাটা মিরপুর পুরান ঢাকা, নতুন ঢাকা?
পুরা বাংলাদেশ এনে টেকনাফ টু তেতুঁলিয়া
চলে সম্রাট সিজ, তাউড়া সাফা
ভব, ভাষা বাংলা

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...