somrat sij - kaan dhor (কান ধর) كلمات الأغنية
[intro: taurra safa]
ভায়া, তুই বহুত বয়ান ঠিগায় গেসোস
ঠিকাসে, খানকির পোলা
[verse 1: somrat sij]
চড়ায় হুশ নাইগা গঞ্জের মাল দিতে আইসে জ্ঞান
গ্রামের চাচতো ভাই mic_এর সামনে gang gang
মামায় blade boss_এই hang মাগার ভাব লইসে মোস্তফা
বেকারচোদা হুগনা টাইনা মুরগি পুরাই, গোস্ত খা
এই হোপ! তোগো টোপের টুপি পিন্দা টপে টুম হইয়া
একের পর এক টানা টাইনা যাইগা নগদ boom হইয়া
backup খা boom হইয়া automatic ভাংচুর
চরকি ঘুরাইয়া scene_এ presenting মিরপুর
ধোপ ব্যাটা আদা পড়া দিতে আইসোস দাদারে
তর মতো rapper কেজি দরে বেচে চকবাজারে
খবরের কাগজে নাম আইসে, বাবা রে!
বাংলা rap_এর সাল্লু ভাই সাইজা বইসে চামারে
ভাও দিস না ফাও ময়না পুন্দাইনা ফুসকি
নাম রাখসে চুমকি মাগার মাইনষে ডাকে ভুস্কি
তগোর এই game খেইলা আইসি ছোট বেলায়
যহন ব্যাকে সব গোয়া হাতায় তোর ভাইয়ের লোহা হাতায়
[chorus: somrat sij]
হোপ, ব্যাটা কান ধর, কার লগে লস টক্কর?
ধরায় লামু কানাপট্টি কথা_বার্তি ঠিক কর
হোপ, ব্যাটা কান ধর, কার লগে লস টক্কর?
ভুলায় লামু শানপাট্টি কথা_বার্তি ঠিক কর
[verse 2: somrat sij]
এই কিয়ের বেডা home studio বয়ান হিগাস আমগোরে
২০১০ এ মুইত্তা আইসি তগো বন্দরত্তে, খবর লে জিয়া হলে
সেই আমলের শুরুত্তে লিয়া তোর ভাই bangla rap ছড়ায় আইসে bluetooth_এ
বাংলা বয়ান ঝাড়ফুঁকে
বাপের বাপ দাদা mode_এ action
তোর বড় ভাইরে mention দে
সাড়ে ১২ পোটলা হাতে ২পিস মাল zipper_তে চিপারতে
fuel লয় চোখ খুইলা কবুতরের খোপের তে
কার কান্ধে রাইফেল আর কেডায় চালায় গুলি
জানি গুরুজি তোর গুটি গালায় বেইচা তগোর খুলি, এই
ঘোপের কথা জানা আছে কেডা আছে কার পিছে
ট্যাকা লাগবো mic কিনতে ফোন লাগা uk তে
কি ভায়া জমে নাই? হোগার current কমে নাই?
এইডা পাতাইন্না battle মাগার তুই তো কোনো scene_এই নাই
আয় হিগাই তোর মাপজোখ auto কইমা যাইবো পকপক
হুনি গান বানাস running মাগার target তোর tiktok
এইডি সব হালায় sixshot, lean খোর লগে beat চোর
বাঘ আইসে সাধু সাইজা তলে তলে pill খোর
[chorus: somrat sij]
হোপ, ব্যাটা কান ধর, কার লগে লস টক্কর?
ধরায় লামু কানাপট্টি কথা_বার্তি ঠিক কর
হোপ, ব্যাটা কান ধর, কার লগে লস টক্কর?
ভুলায় লামু শানপাট্টি কথা_বার্তি ঠিক কর
[outro: somrat sij]
এই, কয়ডায় খায় গেঞ্জি বেইচা, internet life_এ নাইচা
কয়ডা খায় ফেন্সি বেইচা, কয়ডা খায় mc বেইচা
এই, কয়ডায় খায় গেঞ্জি বেইচা, internet life_এ নাইচা
কয়ডা খায় ফেন্সি বেইচা, কয়ডা খায় mc বেইচা
كلمات أغنية عشوائية
- lil manzi - king of romania كلمات الأغنية
- tripdied - hurt money winter كلمات الأغنية
- r.j. roze - weeaboo luv كلمات الأغنية
- lil bean - 3am كلمات الأغنية
- louis armstrong & his hot seven - gully low blues كلمات الأغنية
- edward iii - you know what you did كلمات الأغنية
- 山下達郎 (tatsuro yamashita) - ひととき (hitotoki) كلمات الأغنية
- o'dinrap - ищи меня! كلمات الأغنية
- former vandal - jaded كلمات الأغنية
- riskyboy bronson - michigan كلمات الأغنية