kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

somlata - mone porar gaan كلمات الأغنية

Loading...

আমার চোখের নিচে কবেকার ক্লান্তি
তোমার ফুরিয়ে যাক জীবনের শান্তি
আমার চোখের নিচে কবেকার ক্লান্তি
তোমার ফুরিয়ে যাক জীবনের শান্তি
সাবধান এটা মনে পড়ার গান
সাবধান সব মনে পড়ার গান
সাবধান

তোমার প্রেমের শব্দমালা
চাইছি বলে ভাঙছি তালা
তোমার প্রেমের শব্দমালা
চাইছি বলে ভাঙছি তালা
তুমিও ভাঙছো মাঝে মাঝে
আয়না দেখছো অন্য সাজে
তোমার পদক্ষেপে নিশাতুর ছন্দ
শহরে ছড়িয়ে যায় রক্তের গন্ধ
সাবধান এটা মনে পড়ার গান
সাবধান সব মনে পড়ার গান
সাবধান

আগুন জ্বলছে পুড়ছে সবাই
সাক্ষী আমরা রাখছি না তাই
আগুন জ্বলছে পুড়ছে সবাই
সাক্ষী আমরা রাখছি না তাই
রাস্তাগুলো বিপথগামী
তাও মরতে ভুলে যাচ্ছি আমি
এ মেসেজ ফিরে আসে আমাদের মধ্যে
মৃত্যুর ডানা মেলে শহরের পথ বেয়ে
সাবধান এটা মনে পড়ার গান
সাবধান সব মনে পড়ার গান
সাবধান

আমার চোখের নিচে কবেকার ক্লান্তি
তোমার ফুরিয়ে যাক জীবনের শান্তি
আমার চোখের নিচে কবেকার ক্লান্তি
তোমার ফুরিয়ে যাক জীবনের শান্তি
সাবধান এটা মনে পড়ার গান
সাবধান সব মনে পড়ার গান
সাবধান

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...