
somlata - mayabono biharini كلمات أغنية
Loading...
মায়াবন বিহারিণী হরিণী
গহন স্বপন সঞ্চারিণী
মায়াবন বিহারিণী হরিণী
গহন স্বপন সঞ্চারিণী
কেন তারে ধরিবারে করি পণ, অকারণ
মায়াবন বিহারিণী
থাক থাক নিজমনে দূরেতে
আমি শুধু বাঁশরীর সুরেতে
থাক থাক নিজমনে দূরেতে
আমি শুধু বাঁশরীর সুরেতে
পরশ করিব ওর প্রাণমণ, অকারণ
মায়াবন বিহারিণী
চমকিবে ফাগুনের পবনে
পশিবে আকাশবাণী শ্রবণে
চমকিবে ফাগুনের পবনে
চিত্ত আকুল হবে অনুক্ষণ, অকারণ
দূর হতে আমি তারে সাধিব
গোপনে বিরহডোরে বাঁধিবো
দূর হতে আমি তারে সাধিবো
গোপনে বিরহডোরে বাঁধিবো
বাঁধন বিহীন সেই যে বাঁধন, অকারণ
মায়াবন বিহারিণী…
মায়াবন বিহারিণী হরিণী
গহন স্বপন সঞ্চারিণী
কেন তারে ধরিবারে করি পণ, অকারণ
মায়াবন বিহারিণী
মায়াবন বিহারিণী
মায়াবন বিহারিণী
মায়াবন বিহারিণী
মায়াবন বিহারিণী
মায়াবন বিহারিণী
كلمات أغنية عشوائية
- dc2trill - 100 bars pt. 2 كلمات أغنية
- mr. parr - radiation, conduction, convections كلمات أغنية
- hanahata - love كلمات أغنية
- ふぁるすてぃ (fallstay) - フランケンイズム (frankenism) كلمات أغنية
- simply - uhhhya كلمات أغنية
- ria mae - therapy كلمات أغنية
- the narrators - cảm giác đau nhất كلمات أغنية
- vendredi sur mer - monochrome كلمات أغنية
- alisone - ser كلمات أغنية
- steve gibbons band - back street cat كلمات أغنية