somchanda bhattacharya - aaj baaje كلمات الأغنية
ওম জয়ং দেহি মা
বালাম দেহি মা
রুপম দেহি মা
যশ দেহি মা
আজ বাজে মনো মাঝে ওই আগমনীর গান
জগৎ ও জননী মাকে করে আহ্বান
জগৎ ও জননী মাকে করে আহ্বান(২)
মনের ও মুকুরে ভাসে তোমার ই সে আলো ভরা মধু মুখও খান
তোমার ই সে আলো ভরা মধু মুখও খান
মায়ের ও মুরতি ধরে জাগো তুমি জাগো
মায়ার ও বিনাশ করে জাগো তুমি জাগো
আজ বাজে মনো মাঝে ওই আগমনীর গান
জগৎ ও জননী মাকে করে আহ্বান
জগৎ ও জননী মাকে করে আহ্বান
শক্তি রূপে ভক্তি রূপে জাগো তুমি জাগো
পুরুষ প্রকৃতি মাঝে জাগো তুমি জাগো(২)
নীল আকাশ এ তুমি জাগো
মধু ভাসে তুমি জাগো
দশপ্রহরণ ধরে জাগো তুমি জাগো
জাগো তুমি জাগো
জাগো তুমি জাগো
মায়ের ও মুরতি ধরে জাগো তুমি জাগো
আজ বাজে মনো মাঝে ওই আগমনীর গান
জগৎ ও জননী মাকে করে আহ্বান
জগৎ ও জননী মাকে করে আহ্বান
মনের ও মুকুরে ভাসে তোমার ই সে আলো ভরা মধু মুখও খান
তোমার ই সে আলো ভরা মধু মুখও খান
মায়ের ও মুরতি ধরে জাগো তুমি জাগো
মায়ার ও বিনাশ করে জাগো তুমি জাগো
আজ বাজে মনো মাঝে ওই আগমনীর গান
জগৎ ও জননী মাকে করে আহ্বান
জগৎ ও জননী মাকে করে আহ্বান
كلمات أغنية عشوائية
- patty griffin - boston كلمات الأغنية
- patty griffin - change كلمات الأغنية
- patty griffin - chief كلمات الأغنية
- patty griffin - big daddy كلمات الأغنية
- patty griffin - flaming red كلمات الأغنية
- patty griffin - icicles كلمات الأغنية
- patty griffin - kite song كلمات الأغنية
- patty griffin - little god كلمات الأغنية
- patty griffin - long road كلمات الأغنية
- patty griffin - making pies كلمات الأغنية