
sohan ali - byabodhan كلمات أغنية
Loading...
[pre_chorus]
অবহেলায় পড়ে থাকা ফুল
আর কত ভুল, আর কত ভুল
বৃষ্টির মতো বিলিয়ে দেয় নিজেকে
সব শুধু বলে যেতে চায়
শোনে না কেউ, শোনে না কেউ
সব শুধু নিয়ে যেতে চায়
দেবে না কেউ, দেবে না কেউ
[chorus]
এ শহরে মন খুলে গান
গাওয়া পাখি নেই, নেই পিছুটান
মায়া_দয়া নেই, আছে ব্যবধান
তোমার_আমার
এ শহরে নেই, মায়ের মতো চাঁদ
জোনাকি পোকা, তাসনিম রাত
যোগাযোগ নেই, আছে অযুহাত
তোমার_আমার
[verse]
বেওয়ারিশ ভালোবাসা
উড়িয়ে দিয়েছি আকাশপানে
আগন্তুকের সাথে হলো না দেখা
রাত বিনিময়
বলা হয়নি বিদায়
কষ্ট জানে, কষ্ট জানে
[chorus]
এ শহরে মন খুলে গান
গাওয়া পাখি নেই, নেই পিছুটান
মায়া_দয়া নেই, আছে ব্যবধান
তোমার_আমার
এ শহরে নেই, মায়ের মতো চাঁদ
জোনাকি পোকা, তাসনিম রাত
যোগাযোগ নেই, আছে অযুহাত
তোমার_আমার
তোমার_আমার
كلمات أغنية عشوائية
- thekiddblue - missunderstood كلمات أغنية
- sondae - in the cool of the day كلمات أغنية
- zeltzy-poo - christmas pills كلمات أغنية
- gorilla zoe - crack muzik (this that muzik) كلمات أغنية
- arno serene - epididymal hypertension كلمات أغنية
- brindille - cigarette sur cigarette كلمات أغنية
- panicoid - бесы (demons) كلمات أغنية
- родная речь (langue maternell) - соколка كلمات أغنية
- флага (flaga) - на прицеле (na pricele) كلمات أغنية
- a.j. smith (mega shadow) - mistletoe كلمات أغنية