social circus - shopno feri كلمات الأغنية
Loading...
স্বপ্ন বেচাকেনার এই শহরে
আমার মত আর কেউ কি আছো
নির্ঘুম রাত হেটে শুন্য সিগনালে
নির্ভুল স্বপ্ন ফেরি করো
হাত বাড়িয়ে হাতের আশায়
কারো জন্য বাঁচার নেশায়
তলিয়ে যাচ্ছি আমি বহুদূর
পায়ের নিচে লুটিয়ে পড়ে
আর্তনাদের তিক্ত স্বরে
হারিয়ে যাচ্ছি আমি বহুদূর
খেয়াল করে দেখো
ভিড়ের মাঝেও একলা তুমি
নিজের ছায়ার মতো
সময় পেলে ভেবো
নিজের ভুলেই হারছো তুমি
স্বপ্ন ভাঙার মতো
হাত বাড়িয়ে হাতের আশায়
কারো জন্য বাঁচার নেশায়
তলিয়ে যাচ্ছি আমি বহুদূর
পায়ের নিচে লুটিয়ে পড়ে
আর্তনাদের তিক্ত স্বরে
হারিয়ে যাচ্ছি আমি বহুদূর
হাত বাড়িয়ে হাতের আশায়
কারো জন্য বাঁচার নেশায়
তলিয়ে যাচ্ছি আমি বহুদূর
পায়ের নিচে লুটিয়ে পড়ে
আর্তনাদের তিক্ত স্বরে
হারিয়ে যাচ্ছি আমি বহুদূর
كلمات أغنية عشوائية
- the prids - like hearts كلمات الأغنية
- la ruda - un beau matin plus tard كلمات الأغنية
- razorblvde - на две части (into two parts) كلمات الأغنية
- graham parker - tough on clothes كلمات الأغنية
- ramallah - if i die today كلمات الأغنية
- cachalote - guardião de mim كلمات الأغنية
- styles p - either, or كلمات الأغنية
- jon secada - papi (tropical mix) كلمات الأغنية
- penal colony - third life (time center remix) كلمات الأغنية
- hypocrisy - don't judge me كلمات الأغنية