
social circus - opurnotay كلمات أغنية
Loading...
শহরের সব দেয়ালে
ফুটপাতের সবকটা দোকানে
কিশোরীর অবহেলায় ফেলে রাখা, চুলের কাঁটায়
তোমার চিহ্ন জেগে থাকে
তোমার চিহ্ন লেগে থাকে
শহরের সব দেয়ালে
ফুটপাতের সবকটা দোকানে
কিশোরীর অবহেলায় ফেলে রাখা, চুলের কাঁটায়
রমনার জীর্ণ সবুজ
শাহবাগের ভীষণ ব্যস্ততায়
নাম না জানা সেই কবির
সবগুলো ব্যর্থ কবিতায়
তোমার চিহ্ন জেগে থাকে
তোমার চিহ্ন লেগে থাকে
আমার অপূর্ণতায়, মিথ্যে সুখের গল্পে
তোমার কথা বলি, নির্লজ্জ ভালবাসায়
আমার অপূর্ণতায়, মিথ্যে সুখের গল্পে
তোমার কথা বলি, নির্লজ্জ ভালবাসায়
শহরের সব দেয়ালে
ফুটপাতের সবকটা দোকানে
আমার অপূর্ণতার কথা বলি
আমার অপূর্ণতায়, মিথ্যে সুখের গল্পে
তোমার কথা বলি, নির্লজ্জ ভালবাসায়
আমার অপূর্ণতায়, মিথ্যে সুখের গল্পে
তোমার কথা বলি, নির্লজ্জ ভালবাসায়
كلمات أغنية عشوائية
- timmy t - you're the only one كلمات أغنية
- teejay3k - ride wit my glock كلمات أغنية
- the cast of 'cinderella' - musenes arbejdssang كلمات أغنية
- pentagon (korea) - engine كلمات أغنية
- the classmatez - no titles كلمات أغنية
- revolver cannabis - trono caído (en vivo) كلمات أغنية
- yannick noah - baraka كلمات أغنية
- avaz (tr) - lades كلمات أغنية
- essential worship - he shall reign forevermore كلمات أغنية
- qingsmic - public rhythm كلمات أغنية