
smooches - taposhi كلمات أغنية
“হায় তুই তো জানিস না কত গান লেখা বাকী
এই মনেরই ময়না, আমায় দিলো ফাঁকি
তবুও গেয়ে যাই তারিই জন্যে আজ..
তবুও সে তো শোনে না,”
“যা ছিল বলার
তাও তো সে বলে না..”
“‘কত কি বলতে চাইলাম
কত কি লিখতে ও চাইলাম”
“তবুও বলি না
আমি পারি না বলতে তারে”
“তোরই জন্যে অপেক্ষা করি আজও”
“তোরই জন্যে আমি উড়ি আজও
জানিস না এ মনে আজ বিষেরই মতো চলে যায়
আমার হ্রদয়ে কেন কাটারই মতো উপড়ে নেয় আমারে”
“তাপসি _
শাড়ির নীলে রাঙানো
আমার রং তুলিতে আকানো
জানি না কত সুরের জালে বাধাঁ
আমার গিটারের আদরে মাখানো”
বাইরে বৃস্টি পড়ে যায় দেখিস না
আমার চোখের জলেও হাসিস না
কত ভালোও বেসে যাই তারে যে আমি
তবু সে তো কখনোই বোঝে না
কত কি বলতে চাইলাম
কত কি লিখতেও চাইলাম
কত কি ভুলতে চাইলাম
কত কি দেখতেও চাইলাম
তবু ভুলি না
আমি পারি না ভুলতে তারে
তোরই জন্যে অপেক্ষা করি আজও
তোরই জন্যে আমি উড়ি আজও
জানিস না এ মনে আজ বিষেরই মতো চলে যায়
আমার হ্রদয়ে কেন কাটারই মতো উপড়ে নেয় আমারে
আর তুই তো জানিস না আজও ছবি আঁকি
কালো রঙের কৌটোতে লালটা মিশিয়ে আঁকি
তবু আঁকি না আমাদে ভরা তার এসেছে হারায়
চাইলেও চাইলে যায়না ভুলতে পারা
তবু কে চাই তারই জন্য আর তবু সে তো শোনে না
যা ছিল বলার তাও তো সে বলে না
কত কি বলতে চাইলাম
কত কি দেখতেও চাইলাম
তবু দেখি না
আমি পারিনা দেখতে তারে
তোরই জন্যে অপেক্ষা করি আজও
তোরই জন্যে আমি উড়ি আজও
জানিস না এ মনে আজ বিষেরই মতো চলে যায়
আমার হ্রদয়ে কেন কাটারই মতো উপড়ে নেয় আমারে
كلمات أغنية عشوائية
- lars brundin - tre trappor upp كلمات أغنية
- simoney - find us كلمات أغنية
- machomayne - fidget spinner كلمات أغنية
- toto cutugno - l'isola dell'amore (lublu tibia) كلمات أغنية
- absolute darkness - on my way to death كلمات أغنية
- standard of living - summer's end كلمات أغنية
- lunik (ch) - bad timing كلمات أغنية
- broken.45 - slow effort كلمات أغنية
- wylie & the wild west - the sky above, the mud below كلمات أغنية
- lucki - "4everybody" كلمات أغنية