skibkhan - shob chup كلمات الأغنية
[intro: skibkhan, vxl]
থাকতে দে (সব চুপ)
গরিব কে গরিব থাকতে দে (সব চুপ)
[verse 1: skibkhan]
দিবে না শিখতে, দিবে না লিখতে
দিবে না বুঝতে, দিবে না খুঁজতে
সত্য শিক্ষাে, কীসের পরীক্ষা
এক যোগে এক দুই তাও করে ভিক্ষা
গরিব কে গরীব থাকতে দাও
বোঝা বুঝিয়ে আটকে দাও
বুঝতে দিও না ওকে লাভ আর loss
কীসে মানসিক প্রতারণা, জীবনের রচনা
microcredit নিয়ে ঘটে গেল ঘটনা
মঞ্চ নাটকে খবরের কাগজে
প্রথম আলো বলে, “না”, কালের কন্ঠ বলে, “হ্যাঁ”
বসুন্ধরার জমিতে নদী ছিল যেখানে
নেমে যাও তুমি নইলে সরকারি যুদ্ধ
যুক্তরাষ্ট্র হলো অসন্তুষ্ট
বিরোধী একমত রাজনৈতিক জোট
গরিবের পাশে আছি তার আগে সব দাও ভোট
[chorus: vxl]
সব চুপ
কেউ কিছু বলছে না
সৎ পথে কেন আর কেউ চলছে না? (না)
ভালো খারাপের হয় না কেন বিবেচনা (কেন?)
সোনার বাংলা কি তাহলে শুধুই কল্পনা?
সব চুপ
কেউ কিছু বলছে না
সৎ পথে কেন আর কেউ চলছে না? (না)
ভালো খারাপের হয় না কেন বিবেচনা (কেন?)
সোনার বাংলা কি তাহলে শুধুই কল্পনা?
[verse 2: skibkhan]
গরিব কে গরীব থাকতে দাও
বোঝা বুঝিয়ে আটকে দাও
যার দরকার আছে তার পাশে সরকার আর বিরোধী
বল কত টাকা দিলে কি করবি
বল কত টাকা দিলে বই খাতা বাদ দিয়ে ছাত্রের বেশে করবি তুই গুণ্ডামি
বল তোকে কোন সুরা পড়ে ফুঁ দিলে নিরীহকে মেরে পাবি তুই স্বর্গের চাবি
আমদানি_রপ্তানি কোনটা চলবে?
আঁচারের বোতলে কোন নেশা ঢুকবে?
কোন chemical দিয়ে কোন ফল পাকাবি?
নারী নাকি নকশা কোন চোখে তাকাবি?
গরিব কে গরিব থাকতে দে
বোঝা বুঝিয়ে আটকে দে
গরিব না থাকলে কীভাবে তোরা পাবি
পাঁচজনের পরিবারে তিরিশ চাকর_চাকরানী?
[chorus: vxl]
সব চুপ
কেউ কিছু বলছে না
সৎ পথে কেন আর কেউ চলছে না? (না)
ভালো খারাপের হয় না কেন বিবেচনা (কেন?)
সোনার বাংলা কি তাহলে শুধুই কল্পনা?
সব চুপ
কেউ কিছু বলছে না
সৎ পথে কেন আর কেউ চলছে না? (না)
ভালো খারাপের হয় না কেন বিবেচনা (কেন?)
সোনার বাংলা কি তাহলে শুধুই কল্পনা?
[verse 3: skibkhan]
২০০৯, ২৫ ফেব্রুয়ারী
bdr_এর কোপ দেশে curfew জারী
সবাই জানে কে ছিল সবাই জানে কারা দায়ী
এখন যারা কারাগারে ওরা ছিল হাতিয়ারী
আসল খুনি হাসছে, হিন্দিতে গাচ্ছে
প্রতারক হয়ে প্রতারকে খুঁজছে
মিডিয়া বুঝাচ্ছে পাবলিক বলে বুঝছে
ফুল বেচে দিলে cool তাও ওরা কাঁদছে
দশ কোটি খরচ করে এক কোটি দিচ্ছে
শেয়ার বাজারের লাভের শেয়ার কমে যাচ্ছে
বাবার ব্যাবসা সবারই খুব জমছে
ছেলের সামনে ট্রাকের নিচে বাবা_মা মরছে
কার কী এসে যাচ্ছে?
পঁচিশ ফেব্রুয়ারী —খানের সাথে নাচছে
আর্মি স্টেডিয়ামের ভিতর ওরা হাসছে
মৃত কর্নেলের পরিবার শুধু কাঁদছে
[instrumental break]
[bridge: skibkhan, vxl]
গরিব কে গরিব (সব চুপ)
থাকতে দে (সব চুপ)
গরিব কে গরিব (সব চুপ)
থাকতে দে (সব চুপ)
[chorus: vxl]
সব চুপ
কেউ কিছু বলছে না
সৎ পথে কেন আর কেউ চলছে না? (না)
ভালো খারাপের হয় না কেন বিবেচনা (কেন?)
সোনার বাংলা কি তাহলে শুধুই কল্পনা?
সব চুপ
কেউ কিছু বলছে না (গরিব কে গরিব থাকতে দে)
সৎ পথে কেন আর কেউ চলছে না? (না)
ভালো খারাপের হয় না কেন বিবেচনা (কেন?)
সোনার বাংলা কি তাহলে শুধুই কল্পনা?
সব চুপ
সব চুপ
সব চুপ
كلمات أغنية عشوائية
- monoral - sparta كلمات الأغنية
- chemical band - ghofli كلمات الأغنية
- america's most wanted - chalked off كلمات الأغنية
- kevin moore - on the page (early version) كلمات الأغنية
- love sick - medusa كلمات الأغنية
- ten years after - i can't keep from crying sometimes (part 1) كلمات الأغنية
- dan wilde - how will i know كلمات الأغنية
- unkle - reign (rjd2 vocal mix) كلمات الأغنية
- joe south - birds of a feather (long version) كلمات الأغنية
- tankcsapda - dávid és góliát كلمات الأغنية