
skibkhan - dhanda (ধান্দা) كلمات أغنية
[chorus: paital]
দুনিয়ায় টাকা চলে
শোন, শোন
মাইনষের উপর ভর করে
শোন, শোন
দুনিয়ায় টাকা চলে
শোন, শোন
মাইনষের উপর ভর করে
শোন, শোন
[verse 1: skibkhan]
সময় হলো সকাল ৫_টা
শুরু হলো দিনের যাত্রা
যদি ভাগ্যে থাকে তাইলে (তাইলে)
মিলবে দু’_এক মুঠো নাস্তা
তাড়াতাড়ি স্কুলের ব্যাগটা নিয়া ধরলাম রাস্তা উল্টা
সিগারেটটা ধরায় মনের ভিতর তুললাম গানের সুরটা
সিগারেটটা ধরায় মনের ভিতর তুললাম গানের সুরটা
সিগারেটটা ধরায় মনের ভিতর তুললাম গানের সুরটা
চলো ভাইয়া ধান্দা শিখাই, let’s go
সারাদিনের বেচা_কেনা, ধান্দা কইরা পকেট ভারী
মানুষ দরকার লাগে চেনা
ছোটো ভাইরে ধইরা fitting
থানায় থানায় লাগবো setting
এই দুনিয়ায় টাকা চলে
মাইনষের উপর ভর করে
[chorus: paital]
দুনিয়ায় টাকা চলে
শোন, শোন
মাইনষের উপর ভর করে
শোন, শোন
দুনিয়ায় টাকা চলে
শোন, শোন
মাইনষের উপর ভর করে
শোন, শোন
[verse 2: paital]
topic is ধান্দা
সব জায়গায় চলে open_এ চাঁন্দা
এক ভাইয়ের এক হাজার চামচা
দুই চুমুক চা দিয়াই খুঁজতাসে ফায়দা
বোঝার নাই কোনো যে কায়দা
পয়দার পর এখন সবার হাতে রামদা
ধরা পরলে কিশোর গ্যাং মামলা
ফাইলে পড়লে শয়তান পালাইবো
খুইলা দরজা_জানালা
[verse 3: gold cube]
কলেজে যাই, বন্ধু বানাই
দুই, তিন, চার তারপর আটটা, দশটা
সকালে আড্ডা, বিকালে chill
বিকালের পরে শুধু সন্ধার নাস্তা
একজনের সাথে থাকে দশজন
সবসময় target করে campus_এর বড়ো ভাই
এই শোনো, তোমরা কি 1st year_এর ছোটো ভাই?
তোমরাই তো ভবিষ্যৎ, তোমাদেরকেই পাশে চাই
পরের দিন প্রোগ্রামের ছবির caption হয়
প্রিয় নেতা, অভিভাবক, আদর্শ
মা বলে, “ছেলে আমার ডাক্তার হবে”
বাবা বলে, “না, ওকে ইঞ্জিনিয়ার বানাবো”
ছেলে তো campus_এ রংবাজি, ঠকবাজি
বড়ো ভাইয়ের রাজপথে মুল হাতিয়ার
বয়সে দ্বিগুণে পাপের বোঝা
গরম রক্ত করতে দেয় না ভুলকে স্বীকার
এরা যাচ্ছে কোথায়? চাচ্ছে টা কি?
কোনো লক্ষ্য নাই, জীবনে পথভ্রষ্ট
কোথায় নিয়ে যাচ্ছে? কোথায় গিয়ে থামবে?
কোন পথে আগাবে? কোন পথ শ্রেষ্ঠ?
শ্রেষ্ঠ স্রষ্টার সৃষ্টি দু’জনই
একজন করে পাপ, একজন বিরোধিতা
দুইজনই আঠারো, তরুণ যুবক
কেউ ধান্দায়, কেউ আদায় করে মানবাধিকার
[outro: skibkhan, paital]
সময় হলো সকাল ৫_টা
শুরু হলো দিনের যাত্রা
যদি ভাগ্যে থাকে তাইলে (তাইলে)
মিলবে দু’_এক মুঠো নাস্তা
দুনিয়ায় টাকা চলে
শোন, শোন
দুনিয়ায় টাকা চলে
শোন, শোন
দুনিয়ায় টাকা চলে
শোন, শোন
সময় হলো সকাল ৫_টা
দুনিয়ায় টাকা চলে
শোন, শোন
দুনিয়ায় টাকা চলে
শোন, শোন
দুনিয়ায় টাকা চলে
শোন, শোন
দুনিয়ায় টাকা চলে
শোন, শোন
মাইনষের উপর ভর করে
كلمات أغنية عشوائية
- the pack a.d. - pilot's blues كلمات أغنية
- swish da god - yikes كلمات أغنية
- veerus - panama papers كلمات أغنية
- 23/19 - fatigue كلمات أغنية
- mystik mind x love & justice - on my mind كلمات أغنية
- jean-louis murat - zibeline tang كلمات أغنية
- gabriel black - blues skies كلمات أغنية
- larvarum - wisdom criteria كلمات أغنية
- lange lenny - op je trek كلمات أغنية
- mocho - drink sum كلمات أغنية