
sin - confusion ache! كلمات أغنية
ল্যাম্পপোস্টের আলো
ঝাপসা লাগে
নাকি দেখি আমি চান্দের আলো
confusion আছে
সামনে সাগর
ডাইনে নদী
এভারেস্টের উপর ওভারব্রীজ
আসমানে গাড়ি
(guitar solo)
বাসার ঠিকানা
একটা কার্ডে লেখা
কার্ড ছিল মানিব্যাগে
আমার পকেট কাটা
(হ্যাচ্চু!!)
ওই যে রিশকা
তাতে হাতি বসা
হাতির মুখে দুইটা সিগারেট
লাইটার পানিতে ভাসা
(guitar solo)
ওই যে তাল গাছ
ওই আমাদের গাঁ
ওইখানেতে বাস করে
মিঃ কানাবগির ছা
ওই যে তালগাছ
ওই যে তালগাছ
ওই আমাদের গাঁ
ওইখানেতে বাস করে
মিঃ কানাবগির ছা হা হা হা.
বোতাম ছাড়া গেঞ্জি পরা,
আমার শার্টের পকেট কই
ওভারব্রীজে পার্কিং করা
সাদা টাই আর প্যাকেট দই
শ্বশুরবাড়ী অনেক দুরে
এখন পায়ে হাঁটাই সই
এক চুমুক খাওয়া কেরুর বোতল
সূর্য মামা গেল কই??
রংধনু রাতে,
তুমি জোছনার নীল
আমি ল্যাম্পপোস্টের নিচে
confusion, confusion
আবার ল্যাম্পপোস্টের আলো
ঝাপসা লাগে
নাকি দেখি আমি চান্দের আলো
confusion আছে
كلمات أغنية عشوائية
- z legacy - hasta el último confín feat. patricia tapia كلمات أغنية
- morgueofurexes - reputation كلمات أغنية
- timz085 - ćoškovi كلمات أغنية
- mrcr - adelaide & psyliee كلمات أغنية
- haffway - burden كلمات أغنية
- slow death factory - small men كلمات أغنية
- lvbel c5 - bozarım ezber* كلمات أغنية
- mercutio (merc!) - life كلمات أغنية
- rocky rivera - life i live كلمات أغنية
- bubblegum boyfriend - i could've stayed كلمات أغنية