kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

shuvrajit panda - wrong route - a bengali heart broken song كلمات أغنية

Loading...

ক্ষতি নেই একটা জীবন
সে না হয় এমনি দিলাম
চাইলে দিতেই পারো
ব্যর্থ প্রেমের সস্তা নিলাম

ভেঙে পড়া অজুহাতও
তোমার হাত খুঁজতে থাকে
অচেনা কেউ তোমার ঠোঁটে
আমার প্রেম লুকিয়ে রাখে

আসলে এসবই,, আকছার ঘটে
কারো ঘর ভাঙে, কারো ঘর রং রুটে….।

যেসব প্রেম বাঁচতো তখন
বিকেল হলেই তোমার সাথে
সে প্রেমের ঘর ভেঙেছে
তবুও চাই ফিরে পেতে

সে সব প্রেমের ইতিহাসও
লেগে আছে ওড়নাতে
আজকে দেখো বৃষ্টি আসে
বালিশ চাপা কান্নাতে

আসলে সবই,, আকছার ঘটে
কারো ঘর ভাঙে, কারো ঘর রং রুটে….।

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...