shuvo - jani na كلمات الأغنية
Loading...
তোমার চোখেরো পাতা নাচেনা,
নাচেনা আমারও পথ চেয়ে,
তোমার পায়ে পায়ে মল বাজেনা,
বাজেনা আমারও সাড়া পেয়ে,
হাসোনা, হাসোন সে হাসি মধুময়,
তুমি আর নেই সে তুমি।
তোমার সাপেরও বেণী দোলেনা,
দোলেনা হাওয়ার বাঁশি শুনে,
তোমার চোখে বিজলি খেলে না,
খেলে না মেঘেরও গরজনে।
গুন গুন, গুন গুন করনা অসময়ে।।
তুমি আর নেই সে তুমি।
তুমি আর তুমি আর তুমি আর নেই সে তুমি।
জানি না জানি না কেন এমন হয়।।
তুমি আর নেই সে তুমি।
তুমি আর তুমি আর নেই সে তুমি।
তুমি আর তুমি আর তুমি আর নেই সে তুমি
তুমি আর নেই সে তুমি।।
كلمات أغنية عشوائية
- abso the great - pour l’argent (feat. dante lennon) كلمات الأغنية
- keke ndk - music sessions, vol. 2 كلمات الأغنية
- shahab ramezan - red carpet كلمات الأغنية
- derald cannon jr - who كلمات الأغنية
- szpieg - brak słów (extended version) كلمات الأغنية
- raymond c - an angel كلمات الأغنية
- bad mooon born - witch trials كلمات الأغنية
- big big train - london song كلمات الأغنية
- kazz the virgo - j0hnny gun كلمات الأغنية
- newsong - conversation peace كلمات الأغنية