kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

shuvo - britter baire كلمات الأغنية

Loading...

আমি বৃত্তের বাইরে দাঁড়িয়ে
থেকে তোমায় ভালোবাসবো
আমি লোভে পুড়ে ফিরে

এসে তোমায় ভালোবাসবো

তোমায় আকাশের শেষ তারার মত জ্বালাবো তোমায়
তোমায় আকাশের শেষ তারার মত জ্বালাবো তোমায়

আমি ভালোবাসবো তোমায়
আমি জ্বালাবো তোমায়

আমি বৃত্তের বাইরে দাঁড়িয়ে
থেকে তোমায় ভালোবাসবো
আমি লোভে পুড়ে ফিরে

তোমার ফেলে আসা পথ ধরে হেঁটে যাবো
মনের চিলে কোঠায় আমি আকঁবো নতুন স্বপ্ন
তোমার ফেলে আসা পথ ধরে হেঁটে যাবো
মনের চিলে কোঠায় আমি আকঁবো নতুন স্বপ্ন

ভালোবাসা
সে হোক না যতই আগন্তুক
চিনে নেবো
তারে তোমার মত করে
অচেনা দৃষ্টির মতো বন্দী করবো তাকে
আমার দু-চোখের জলে

ভালোবাসা
সে হোক না যতই আগন্তুক
চিনে নেবো
তারে তোমার মত করে
অচেনা দৃষ্টির মতো বন্দী করবো তাকে
আমার দু-চোখের জলে

আমি বৃত্তের বাইরে দাঁড়িয়ে
থেকে তোমায় ভালোবাসবো
আমি লোভে পুড়ে ফিরে
এসে তোমায় ভালোবাসবো

তোমায় আকাশের শেষ তারার মত জ্বালাবো তোমায়
তোমায় আকাশের শেষ তারার মত জ্বালাবো তোমায়

আমি ভালোবাসবো তোমায়
আমি জ্বালাবো তোমায়

আমি বৃত্তের বাইরে দাঁড়িয়ে
থেকে তোমায় ভালোবাসবো

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...