
shuvo - britter baire كلمات أغنية
আমি বৃত্তের বাইরে দাঁড়িয়ে
থেকে তোমায় ভালোবাসবো
আমি লোভে পুড়ে ফিরে
এসে তোমায় ভালোবাসবো
তোমায় আকাশের শেষ তারার মত জ্বালাবো তোমায়
তোমায় আকাশের শেষ তারার মত জ্বালাবো তোমায়
আমি ভালোবাসবো তোমায়
আমি জ্বালাবো তোমায়
আমি বৃত্তের বাইরে দাঁড়িয়ে
থেকে তোমায় ভালোবাসবো
আমি লোভে পুড়ে ফিরে
তোমার ফেলে আসা পথ ধরে হেঁটে যাবো
মনের চিলে কোঠায় আমি আকঁবো নতুন স্বপ্ন
তোমার ফেলে আসা পথ ধরে হেঁটে যাবো
মনের চিলে কোঠায় আমি আকঁবো নতুন স্বপ্ন
ভালোবাসা
সে হোক না যতই আগন্তুক
চিনে নেবো
তারে তোমার মত করে
অচেনা দৃষ্টির মতো বন্দী করবো তাকে
আমার দু-চোখের জলে
ভালোবাসা
সে হোক না যতই আগন্তুক
চিনে নেবো
তারে তোমার মত করে
অচেনা দৃষ্টির মতো বন্দী করবো তাকে
আমার দু-চোখের জলে
আমি বৃত্তের বাইরে দাঁড়িয়ে
থেকে তোমায় ভালোবাসবো
আমি লোভে পুড়ে ফিরে
এসে তোমায় ভালোবাসবো
তোমায় আকাশের শেষ তারার মত জ্বালাবো তোমায়
তোমায় আকাশের শেষ তারার মত জ্বালাবো তোমায়
আমি ভালোবাসবো তোমায়
আমি জ্বালাবো তোমায়
আমি বৃত্তের বাইরে দাঁড়িয়ে
থেকে তোমায় ভালোবাসবো
كلمات أغنية عشوائية
- dj decks - iv rp كلمات أغنية
- adamo - a vot' bon coeur كلمات أغنية
- eure mütter - keine wie du كلمات أغنية
- starlito & don trip - free youngboy & gates كلمات أغنية
- tandem - un jour comme un autre كلمات أغنية
- placebo - where is my mind? (mtv unplugged) كلمات أغنية
- e.c, marv - thats my bestfriend كلمات أغنية
- stone - stuck in my ways كلمات أغنية
- young buck - they pulling me back كلمات أغنية
- yener çevik - çocuk كلمات أغنية