
shuvo - bhul janalay كلمات أغنية

ভুল জানালায় কড়া নেড়ে
দুঃস্বপ্ন আসে তেড়ে
কিছুই নেই হারাতে বাকি
শেষমেশ সব এমন হবে
ভেবেছিলো কে কবে
রাত ফুরোবে আশায় থাকি
এই চোখ শুধু জলে ধুলো
শেষ কি হবে ভেবে বলে
অসহায় তুমি নিজে
এই চোখ শুধু জলে ধূলো
শেষ কি হবে ভেবে বলো
অসহায় তুমি নিজে
ভুল জানালায় কড়া নেড়ে
দুঃস্বপ্ন আসে তেড়ে
কিছুই নেই হারাতে বাকি
ঠিক যদি সব ফিরে আসে
সুখগুলো যদি পাশে বসে
দিনগুলো কি আসবে ফিরে
তারচেয়ে এই ভালো
হৃদয় থেকে মুছে ফেলো
পারবে কি থাকতে দূরে
এই চোখ শুধু জলে ধূলো
শেষ কি হবে ভেবে বল
অসহায় তুমি নিজে
এই চোখ শুধু জলে ধুলো
শেষ কি হবে ভেবে বলে
অসহায় তুমি নিজে
ভুল জানালায় কড়া নেড়ে
দুঃস্বপ্ন আসে তেড়ে
কিছুই নেই হারাতে বাকি
আঁধারগুলো নেমে এলে
দিনের আলো ফেরে ঘরে
আঁধার চোখে যায় না দেখা
অতীতটাকে ভুলে গিয়ে
আকাশ নীলে মন ডুবিয়ে
সীমানাটা যায় না দেখা
এই চোখ শুধু জলে ধুলো
শেষ কি হবে ভেবে বলো
অসহায় তুমি নিজে
এই চোখ শুধু জলে ধুলো
শেষ কি হবে ভেবে বলো
অসহায় তুমি নিজে
ভুল জানালায় কড়া নেড়ে
দুঃস্বপ্ন আসে তেড়ে
কিছুই নেই হারাতে বাকি
كلمات أغنية عشوائية
- destroy degenhardt - ich töte spione كلمات أغنية
- bushido - black friday - alle infos, interviews und videos كلمات أغنية
- famous dex - ran off on yo bitch كلمات أغنية
- the kids of widney high - christmas is the time (to show your love) كلمات أغنية
- k.i.z. - geld كلمات أغنية
- don broco - superlove كلمات أغنية
- крест (krest) - не верю (i do not believe) كلمات أغنية
- allday - boutique flow كلمات أغنية
- katerine - le plus beau jour de ma vie كلمات أغنية
- sindy - je m'en fous كلمات أغنية