kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

shuvo - bhul janalay كلمات أغنية

Loading...

ভুল জানালায় কড়া নেড়ে
দুঃস্বপ্ন আসে তেড়ে
কিছুই নেই হারাতে বাকি
শেষমেশ সব এমন হবে
ভেবেছিলো কে কবে
রাত ফুরোবে আশায় থাকি

এই চোখ শুধু জলে ধুলো
শেষ কি হবে ভেবে বলে
অসহায় তুমি নিজে
এই চোখ শুধু জলে ধূলো
শেষ কি হবে ভেবে বলো
অসহায় তুমি নিজে
ভুল জানালায় কড়া নেড়ে
দুঃস্বপ্ন আসে তেড়ে
কিছুই নেই হারাতে বাকি

ঠিক যদি সব ফিরে আসে
সুখগুলো যদি পাশে বসে
দিনগুলো কি আসবে ফিরে
তারচেয়ে এই ভালো
হৃদয় থেকে মুছে ফেলো
পারবে কি থাকতে দূরে

এই চোখ শুধু জলে ধূলো
শেষ কি হবে ভেবে বল
অসহায় তুমি নিজে
এই চোখ শুধু জলে ধুলো
শেষ কি হবে ভেবে বলে
অসহায় তুমি নিজে
ভুল জানালায় কড়া নেড়ে
দুঃস্বপ্ন আসে তেড়ে
কিছুই নেই হারাতে বাকি

আঁধারগুলো নেমে এলে
দিনের আলো ফেরে ঘরে
আঁধার চোখে যায় না দেখা
অতীতটাকে ভুলে গিয়ে
আকাশ নীলে মন ডুবিয়ে
সীমানাটা যায় না দেখা
এই চোখ শুধু জলে ধুলো
শেষ কি হবে ভেবে বলো
অসহায় তুমি নিজে
এই চোখ শুধু জলে ধুলো
শেষ কি হবে ভেবে বলো
অসহায় তুমি নিজে

ভুল জানালায় কড়া নেড়ে
দুঃস্বপ্ন আসে তেড়ে
কিছুই নেই হারাতে বাকি

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...