
shunno - sritir chera pata كلمات أغنية
[verse_1]
আমি নিতে দেবো না
সময়কে এক মুঠোভরা জোছনা
চাঁদটা যতই দূরের হোক না
ছুঁতে আমি চাই না
[pre_chorus]
পৃথিবীর সব অপার
বিস্ময় থাক আমার অদেখা
শূন্য খাতার প্রতিটি পাতায়
সময় কাব্য অলেখা
[chorus]
আমি মেলবো না আর স্বপ্নডানা
ঐ নীল মেঘেদের ছোঁয়ায়
আমি লিখবো না আর কাব্য কোনো
স্মৃতির ছেঁড়া পাতায়
আমি মেলবো না আর স্বপ্নডানা
ঐ নীল মেঘেদের ছোঁয়ায়
আমি লিখবো না আর কাব্য কোনো
স্মৃতির ছেঁড়া পাতায়
[verse_2]
আমি দেবো না পাড়ি
তোমায় নিয়ে নিষ্প্রাণ নদীতে
যে পথ ভুলে পৌঁছে গেছে
শূন্য মরুর বুকে
[pre_chorus]
শেষ বিকেলে হারিয়ে যাওয়া
স্মৃতি হাতড়ে বেড়ায়
নিঝুম রাতের অন্ধকারে
স্বপ্ন ধরা খেলায়
[chorus]
আমি মেলবো না আর স্বপ্নডানা
ঐ নীল মেঘেদের ছোঁয়ায়
আমি লিখবো না আর কাব্য কোনো
স্মৃতির ছেঁড়া পাতায়
আমি মেলবো না আর স্বপ্নডানা
ঐ নীল মেঘেদের ছোঁয়ায়
আমি লিখবো না আর কাব্য কোনো
স্মৃতির ছেঁড়া পাতায়
আমি মেলবো না আর স্বপ্নডানা
ঐ নীল মেঘেদের ছোঁয়ায়
আমি লিখবো না আর কাব্য কোনো
স্মৃতির ছেঁড়া পাতায়
আমি মেলবো না আর স্বপ্নডানা
ঐ নীল মেঘেদের ছোঁয়ায়
আমি লিখবো না আর কাব্য কোনো
স্মৃতির ছেঁড়া পাতায়
كلمات أغنية عشوائية
- reef - face au mic #3 كلمات أغنية
- dudi (polska) - moje miejsce كلمات أغنية
- reg mason - avenue كلمات أغنية
- violent femmes - foothills كلمات أغنية
- calo (american) - mr. happy كلمات أغنية
- sabry mjnoon - aigle rifton كلمات أغنية
- the last sleepless city - paperback كلمات أغنية
- slug † christ - gucci goggles كلمات أغنية
- remy ma - so hot كلمات أغنية
- swift guad - scolère كلمات أغنية