kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

shunno - mon tore كلمات أغنية

Loading...

[verse_1]
সোনা দিয়া বান্ধায়াছি ঘর
ওহ মন রে ঘুণে করলো জড়ো জড়
হায় মন রে সোনা দিয়া বান্ধায়াছি ঘর
ওহ মন রে ঘুণে করলো জড়ো জড়
ও আমি কি করে বাস করিব এই ঘরে রে হায়রে

[chorus]
তুই সে আমার মন
মন তোরে পারলাম না বুঝাইতে রে হায়রে
তুই সে আমার মন

[verse_2]
তিন তক্তার এই নৌকা খানি
ওহ মনরে গাঙে গাঙে চুয়ায় পানি
ওহ মনরে তিন তক্তার এ নৌকা খানি
ওহ মনরে গাঙে গাঙে চুয়ায় পানি
ও আমি কি করে সেচিবো নৌকার পানি রে হায়রে

[chorus]
তুই সে আমার মন
মন তোরে পারলাম না বুঝাইতে রে হায়রে
তুই সে আমার মন

[instrumental bridge]
[outro]
আসি রাইতে ভবের মাজারে
ওহ মনরে স্বপ্ন দেইখা রইলি ভুলে
হায় মনরে আসি রাইতে ভবের মাজারে
ওহ মনরে স্বপ্ন দেইখা রইলি ভুলে
ও আমার এই স্বপন কি মিথ্যা হইতে পারে রে
ও আমার এই স্বপন কি মিথ্যা হইতে পারে রে হায়রে
তুই সে আমার মন
মন তোরে পারলাম না বুঝাইতে রে হায়রে
তুই সে আমার মন
তুই সে আমার মন
তুই সে আমার মন
তুই সে আমার মন

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...