
shunno - mon tore كلمات أغنية
[verse_1]
সোনা দিয়া বান্ধায়াছি ঘর
ওহ মন রে ঘুণে করলো জড়ো জড়
হায় মন রে সোনা দিয়া বান্ধায়াছি ঘর
ওহ মন রে ঘুণে করলো জড়ো জড়
ও আমি কি করে বাস করিব এই ঘরে রে হায়রে
[chorus]
তুই সে আমার মন
মন তোরে পারলাম না বুঝাইতে রে হায়রে
তুই সে আমার মন
[verse_2]
তিন তক্তার এই নৌকা খানি
ওহ মনরে গাঙে গাঙে চুয়ায় পানি
ওহ মনরে তিন তক্তার এ নৌকা খানি
ওহ মনরে গাঙে গাঙে চুয়ায় পানি
ও আমি কি করে সেচিবো নৌকার পানি রে হায়রে
[chorus]
তুই সে আমার মন
মন তোরে পারলাম না বুঝাইতে রে হায়রে
তুই সে আমার মন
[instrumental bridge]
[outro]
আসি রাইতে ভবের মাজারে
ওহ মনরে স্বপ্ন দেইখা রইলি ভুলে
হায় মনরে আসি রাইতে ভবের মাজারে
ওহ মনরে স্বপ্ন দেইখা রইলি ভুলে
ও আমার এই স্বপন কি মিথ্যা হইতে পারে রে
ও আমার এই স্বপন কি মিথ্যা হইতে পারে রে হায়রে
তুই সে আমার মন
মন তোরে পারলাম না বুঝাইতে রে হায়রে
তুই সে আমার মন
তুই সে আমার মন
তুই সে আমার মন
তুই সে আমার মন
كلمات أغنية عشوائية
- léon (lte) - balans كلمات أغنية
- almightytrav - fake shit كلمات أغنية
- sally dige - sail to me كلمات أغنية
- lauren marsh - we hit the ground كلمات أغنية
- the whiskey charmers - melody كلمات أغنية
- arturs skutelis un tvērumi - atnāca un aiztinās كلمات أغنية
- sandoval - ahora que te he encontrado كلمات أغنية
- delafe y las flores azules - hoy كلمات أغنية
- ssshhhiiittt! - зверь (beast) كلمات أغنية
- ludek - luva كلمات أغنية