
shunno - godhulir opare كلمات أغنية
[verse_1]
ভূলের স্রোতে ভূলে যাওয়া
স্বপ্ন তোমার ফিরে পাওয়া
ঘুম ফুরোনোর ভোরে তোমারই হতে চাওয়া
[pre_chorus]
মনের গভীরে রেখে দেয়া
স্বপ্নে তোমায় এঁকে যাওয়া
ফেলে আসা গোধূলিতে তোমাকেই খুঁজে ফেরা
ভূলের স্রোতে ভূলে যাওয়া
স্বপ্ন তোমার ফিরে পাওয়া
ঘুম ফুরোনোর ভোরে তোমারই হতে চাওয়া
মনের গভীরে রেখে দেয়া
স্বপ্নে তোমায় এঁকে যাওয়া
ফেলে আসা গোধূলিতে তোমাকেই খুঁজে ফেরা
[chorus]
চলো আজ ফিরে যাই গোধূলির ওপারে
চলো আজ ফিরে যাই গোধূলির ওপারে
[verse_2]
ঘুম নেমে আসা আকাশটাকে
হয়নি ধরা ভূলের স্রোতে
হয়নি ছোঁয়া ওই আলোর স্বপ্নচূড়া
সূর্য ঢাকা ভোরের পথে
হারিয়ে যাওয়া স্মৃতির সাথে
তোমাকে ফিরে পেতে আমার অপেক্ষায়
[chorus]
চলো আজ ফিরে যাই গোধূলির ওপারে
চলো আজ ফিরে যাই গোধূলির ওপারে
[outro]
শব্দহীন বালুচরে
ফিরে এসে আমার অগোচরে
রাঙিয়ে দাও আজ তোমার রঙে
রঙমশালের সেই আলোতে
বলতে চাই আজ তোমাকে
না বলা অনূভুতি ভাষায় ফেলে
চলো আজ ফিরে যাই গোধুলির ওপারে
চলো আজ ফিরে যাই গোধূলির ওপারে
كلمات أغنية عشوائية
- damh the bard - green and grey كلمات أغنية
- damh the bard - the greenwood grove كلمات أغنية
- damh the bard - lughnasadh dance كلمات أغنية
- damh the bard - the selkie كلمات أغنية
- damh the bard - noon of the solstice كلمات أغنية
- damh the bard - blodeuwedd كلمات أغنية
- damh the bard - domeanna كلمات أغنية
- damh the bard - raggle taggle gypsies كلمات أغنية
- damh the bard - when i become the moon كلمات أغنية
- damh the bard - merlin am i كلمات أغنية