shunno - godhulir opare كلمات الأغنية
[verse_1]
ভূলের স্রোতে ভূলে যাওয়া
স্বপ্ন তোমার ফিরে পাওয়া
ঘুম ফুরোনোর ভোরে তোমারই হতে চাওয়া
[pre_chorus]
মনের গভীরে রেখে দেয়া
স্বপ্নে তোমায় এঁকে যাওয়া
ফেলে আসা গোধূলিতে তোমাকেই খুঁজে ফেরা
ভূলের স্রোতে ভূলে যাওয়া
স্বপ্ন তোমার ফিরে পাওয়া
ঘুম ফুরোনোর ভোরে তোমারই হতে চাওয়া
মনের গভীরে রেখে দেয়া
স্বপ্নে তোমায় এঁকে যাওয়া
ফেলে আসা গোধূলিতে তোমাকেই খুঁজে ফেরা
[chorus]
চলো আজ ফিরে যাই গোধূলির ওপারে
চলো আজ ফিরে যাই গোধূলির ওপারে
[verse_2]
ঘুম নেমে আসা আকাশটাকে
হয়নি ধরা ভূলের স্রোতে
হয়নি ছোঁয়া ওই আলোর স্বপ্নচূড়া
সূর্য ঢাকা ভোরের পথে
হারিয়ে যাওয়া স্মৃতির সাথে
তোমাকে ফিরে পেতে আমার অপেক্ষায়
[chorus]
চলো আজ ফিরে যাই গোধূলির ওপারে
চলো আজ ফিরে যাই গোধূলির ওপারে
[outro]
শব্দহীন বালুচরে
ফিরে এসে আমার অগোচরে
রাঙিয়ে দাও আজ তোমার রঙে
রঙমশালের সেই আলোতে
বলতে চাই আজ তোমাকে
না বলা অনূভুতি ভাষায় ফেলে
চলো আজ ফিরে যাই গোধুলির ওপারে
চলো আজ ফিরে যাই গোধূলির ওপারে
كلمات أغنية عشوائية
- devilish impressions - lilith كلمات الأغنية
- disarray - voice of reason كلمات الأغنية
- dies ater - the arrival كلمات الأغنية
- diabulus in musica - ishtar كلمات الأغنية
- divine souls - erase the burden كلمات الأغنية
- disillusion - untiefen كلمات الأغنية
- disfiguring the goddess - vines of aftermath كلمات الأغنية
- indigo girls - become you كلمات الأغنية
- indigo girls - bitterroot كلمات الأغنية
- galactic cowboys - grandmother's closet كلمات الأغنية