
shunno - chena akash كلمات أغنية
Loading...
দিন শেষে রাত
রাত শেষে দিন হলে
ঘড়ি বাধা নিয়মগুলো পার করে
ছুটে যাবো আমি আজ বহু দূরে
এক নতুন স্রোতে অজানার পথে
চেনা আকাশ চেনা রঙগুলো ঢেকে দিয়ে
খুঁজে পাবো নিজেকে নতুন করে
চেনা আকাশ চেনা রঙগুলো ঢেকে দিয়ে
খুঁজে পাবো নিজেকে নতুন ক-ক-ক-রে-রে-রে
এই ছুটে চলার সব বাধা পেরিয়ে
সময় মুঠোয় নিয়ে সীমানা ছাড়িয়ে
আবার শুরু করি শুণ্য থেকে
যতই বাধা আসুক পারবে না থামাতে
চেনা আকাশ চেনা রঙ গুলো ঢেকে দিয়ে
খুঁজে পাবো নিজেকে নতুন করে
চেনা আকাশ চেনা রঙ গুলো ঢেকে দিয়ে
খুঁজে পাবো নিজেকে নতুন করে
স্বপ্ন তোমার তুমি নিজেই গড়ো
আগামী তোমার হয় ভুলে চলো
নিজের ভিতরে আলো জ্বালিয়ে
আলোকিত করো এই পৃথিবী
চেনা আকাশ চেনা রঙ গুলো ঢেকে দিয়ে
খুঁজে পাবো নিজেকে নতুন করে
চেনা আকাশ চেনা রঙ গুলো ঢেকে দিয়ে
খুঁজে পাবো নিজেকে নতুন করে
كلمات أغنية عشوائية
- jay aquarious - strobe lights كلمات أغنية
- retread - life's good كلمات أغنية
- sbmrn - искры (sparks) كلمات أغنية
- вагоновожатые (vagonodrivers) - zno كلمات أغنية
- janis ian - streetlife serenaders كلمات أغنية
- ryan james malus - beautiful كلمات أغنية
- nba glocca - talkin' كلمات أغنية
- nomatter - cette nuit كلمات أغنية
- migs718 - snapchat كلمات أغنية
- ghost kaiba - yagami كلمات أغنية